চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে চাপে থাকবে পাকিস্তানঃ ইমাম

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বাঁহাতি ওপেনার ইমাম-উল-হক মনে করেন, চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে প্রচুর চাপে থাকবেন তাঁরা। বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচে আগামী ১৬ জুন মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছে দুই দল।
ভারতের বিপক্ষে ২০১৮ সালের এশিয়া কাপে শেষ দেখা হয়েছিল পাকিস্তানের। টুর্নামেন্টে দুইবারের দেখায় একবারও ভারতকে হারাতে পারেনি সরফরাজ আহমেদের দল। যদিও ইংল্যান্ডের মাটিতে ভারতকেই হারিয়ে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।

তবে এবারের বিশ্বকাপে নাজুক অবস্থান পাকিস্তানের। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে টেবিলে আট নম্বরে আছে দলটি। সেরা চারে জায়গা করে নিতে জিততে হবে হাতে থাকা বাকি পাঁচ ম্যাচে অন্তত চারটি।
পরবর্তী ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হবে পাকিস্তান। বাঁচা-মরার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের সামনে। তাই চাপটা একটু বেশিই ইমাম-বাবর আজমদের।
'ভারতের বিপক্ষে ম্যাচের সদস্য হতে পারা দারুণ ব্যাপার। এটা ম্যানচেস্টারে অনুষ্ঠিত হবে এবং সেখানে পাকিস্তানের অনেক সমর্থক রয়েছে। আমি সত্যিই অনেক বেশি উত্তেজিত ম্যাচটির জন্য। অবশ্যই প্রচুর চাপ থাকবে এই ম্যাচে।
'ভারত এবং পাকিস্তানের পেছনে অনেক রহস্য রয়েছে। কিন্তু আমরা শুধু ক্রিকেটের শক্তিসামর্থ্য নিয়ে চিন্তা করতে চাই। ভারতের বিপক্ষে কিভাবে ভালো খেলা যায় এটাই মূল লক্ষ্য,' বলেছেন বিশ্বকাপে পাকিস্তানের হয়ে ফর্মে থাকা ইমাম।
তিন ম্যাচে দুটিতেই জয় পেয়েছে ভারত। বৃষ্টিতে ভেসে গেছে এক ম্যাচ। সব মিলিয়ে পাঁচ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে তিনে আছে দলটি। পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক পারফর্মেন্স এবং পয়েন্ট টেবিল বিবেচনায় কিছুটা আত্মবিশ্বাসী থাকবে ভারত, বলাই বাহুল্য।