সাকিবের ভয়ে অজি ক্যাম্পে অ্যাগার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বোলার সাকিব আল হাসানের ভীতি ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া শিবিরে। সাকিবের বোলিংয়ের বিপক্ষে ব্যাটসম্যানদের শাণিত করতে বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে প্রস্তুতি ক্যাম্পে ডেকেছে অস্ট্রেলিয়া। অ্যাগারের বিপক্ষে ব্যাটে হাতে অনুশীলন করেছেন অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার এবং স্টিভ স্মিথরা।
আধুনিক ক্রিকেটের এই যুগের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। বল হাতে কতটা ভয়ঙ্কর সাকিব দুই বছর আগে বাংলাদেশ সফরে এসেই টের পেয়েছিল অস্ট্রেলিয়া। ২০১৭ সালে ঘরের মাঠে অজিদের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার সাকিব।

দুই ইনিংসে একাই দশ উইকেট নিয়ে শক্তিশালী অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়েছিলেন তিনি। বিশ্বকাপেও দারুণ ফর্মে আছেন সাকিব। ৫.৮৪ ইকোনমিতে বোলিং করে ৫ উইকেট তুলে নিয়েছেন তিনি। তাই গুরুত্বপূর্ণ ম্যাচে সাকিবের স্পিন মোকাবেলায় আরও পারদর্শী হতে নিজেদের সেভাবে প্রস্তুত করছে অজি ব্যাটসম্যানরা। ভয়ঙ্কর সাকিবের প্রসঙ্গে অস্ট্রেলিয়ার প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার বলেন,
'সাকিব সম্ভবত বিশ্বের সেরা অলরাউন্ডার এবং একজন বাঁহাতি স্পিনার। অ্যাশের (অ্যাস্টন অ্যাগার) এখানে আসা এবং সময় দেয়া দারুণ ব্যাপার ছিল। গত বছরের এই সময়ে সে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ছিল। পেশাদারিত্বের কদর থেকে আমরা অ্যাস্টন অ্যাগার এসেছে এবং বাঁহাতি স্পিনারের বিপক্ষে অনুশীলনের সুযোগ করে দিয়েছে।'
গত বছরও অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেছিলেন অ্যাগার। আরব আমিরাতে খেলেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাঁর। ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলতে অস্ট্রেলিয়া 'এ' দলের প্রস্তুতি নিচ্ছিলেন বাঁহাতি স্পিনার অ্যাগার। সেখান থেকে তাঁকে নিয়ে আসা হয়েছে।
আগামী ২০ জুন বাংলাদেশের বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নটিংহ্যামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় মুখোমুখি হবে দুই দল।