promotional_ad

জয়টা প্রাপ্য ছিল না আমাদেরঃ মরগান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার বিশ্বকাপে শ্রীলংকার কাছে পরাজয় নিয়ে মাঠ ছেড়েছে ইংল্যান্ড। ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে শ্রীলংকার দেয়া ২৩৩ রানের লক্ষ্য তাড়া করতে ব্যর্থ হয় ইয়ন মরগানের দল। অধিনায়ক মরগানের মতে, জয়টা প্রাপ্য ছিল না তাঁদের জন্য।


তাঁদের সামনে সুযোগ ছিল শ্রীলংকাকে হারিয়ে সেমিফাইনালের পথে আরেক কদম এগিয়ে যাওয়ার। পরাজয় নিয়ে মাঠ ছাড়ায় এখন কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে স্বাগতিকদের জন্য।  


promotional_ad

মরগান জানান, 'এমন ম্যাচে জিততে হলে জুটি গড়া খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা পুরো ইনিংসে করতে পারিনি। বেশ কয়েকজন ব্যক্তিগত ইনিংস খেলে দলের জন্য চেষ্টা করেছে কিন্তু ম্যাচ জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। 


ম্যাচের মধ্যে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে, বিশেষ করে উইকেটের সঙ্গে মানিয়ে নিতে। দিনশেষে সেটা মানিয়ে নিতে পারিনি আমরা। তাই জয়টা আমাদের প্রাপ্য ছিল না।'


এই ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালের পথ কঠিন হয়ে দাঁড়িয়েছে ইংলিশদের জন্য। ৬ ম্যাচে ৪ জয় তুলে নিলেও নিজেদের শেষ তিন ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে তাঁদের। কারণ অস্ট্রেলিয়া, ভারত এবং নিউজিল্যান্ডের সঙ্গে লড়তে হবে তাঁদের।


২৫জুন বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট পাওয়ার লড়াইয়ে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। লন্ডনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball