পাকিস্তানকে সতর্ক করলেন সাকলাইন মুস্তাক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে তারা। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারতের বিপক্ষে লড়াই করেছে হেরেছে মাশরাফিবাহিনী। তাই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানকে সতর্ক করেছেন দলটির কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাক।
ভারতের বিপক্ষে হেরে বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। কিন্তু পুরো ম্যাচ জুড়েই প্রতিযোগিতামূলক ক্রিকেট উপহার দিয়েছেন সাকিব-তামিমরা। ৩১৫ রানের বিশাল লক্ষ্যে মাত্র ২৮ রানে হেরেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত লড়াই দেখিয়েছে মাশরাফির দল।

পাকিস্তানের বিপক্ষেও হাড্ডাহাড্ডি লড়াই করবে বাংলাদেশ, বিশ্বাস মুস্তাকের। তাই দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের বিপক্ষে সতর্ক থাকতে পাকিস্তানকে পরামর্শ দিয়েছেন মুস্তাক।
একটি ভিডিওতে পাকিস্তানের এই সাবেক স্পিনার বলেন, 'বাংলাদেশের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। যদিও তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে, কিন্তু পাকিস্তানকে বিপদে ফেলতে পারে দলটি। ভারতের বিপক্ষে হেরেছে বটে, কিন্তু শেষ পর্যন্ত মনে হয়েছে তারা লড়াই করছে। এই পর্যায়ে এমন ক্রিকেটই উপহার দেয়া উচিত। বুদ্ধিমত্তা থেকে শুরু করে সামর্থ্য সবই দেখিয়েছে বাংলাদেশ।'
আগামী ৫ জুলাই বাংলাদেশের বিপক্ষে খেলবে পাকিস্তান। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে ম্যাচটি পাকিস্তানের জন্য শেষ সুযোগ বলা চলে। স্বভাবতই শেষ ম্যাচে ভালো ক্রিকেট উপহার দিতে চাইবে বাংলাদেশও।