কিংবদন্তি ব্রেট লিকে ছাড়ানোর অপেক্ষায় মুস্তাফিজ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডেতে ১০০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে আছেন বাংলাদেশ পেসার মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের বিপক্ষে আগামী ম্যাচে আর মাত্র ২ উইকেট পেলেই এই মাইলফলকে পা রাখবেন তিনি। একই সঙ্গে ওয়ানডেতে পঞ্চম বোলার হিসেবে দ্রুততম সময়ের মধ্যে ১০০ উইকেট শিকারের কীর্তি গড়বেন মুস্তাফিজ।
ওয়ানডেতে দ্রুততম ১০০ উইকেট শিকারের রেকর্ড গড়েন আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান। মাত্র ৪৪ ম্যাচ খেলেই ১০০ উইকেটের মালিক হন তিনি। দ্বিতীয় দ্রুততম অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। ১০০ উইকেট পূর্ণ করতে তাঁর লেগেছে ৫২ ওয়ানডে।

তালিকার তৃতীয় স্থানে থাকা পাকিস্তানের কিংবদন্তি স্পিনার সাকলাইন মুস্তাক ৫৩ ওয়ানডে খেলে ১০০ উইকেট ঝুলিতে পুরেছেন। চার নম্বরে আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড। ৫৪ ওয়ানডে খেলে এই মাইলফলকে পা রাখেন তিনি।
দুটি উইকেট পেলে বন্ডের পাশে নাম উঠবে মুস্তাফিজের। পাশাপাশি অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার ব্রেট লিকে ছাড়িয়ে যাবেন বাঁহাতি এই পেসার। ১০০ উইকেট নিতে লি খেলেছেন ৫৫টি ওয়ানডে।
মুস্তাফিজ ৫৩ ম্যাচেই ৯৮ উইকেট শিকার করেছেন। লর্ডসে শুক্রবার ক্যারিয়ারের ৫৪তম ওয়ানডে খেলতে নামবেন চলতি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১৫ উইকেট নেয়া মুস্তাফিজ ।
দুটি উইকেট পেলে ষষ্ঠ বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেটের মালিক হবেন মুস্তাফিজ। এর আগে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন এবং মোহাম্মদ রফিক এই মাইলফলক স্পর্শ করেছেন।