promotional_ad

লর্ডসে অনুশীলনে অনুপস্থিত মাশরাফি

ছবিঃ বিসিবি, রতন গোমেজ
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামীকাল পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। ইতোমধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চাইবে সাকিব-তামিমরা, এটাই স্বাভাবিক।


লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগের দিন অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু এ দিন দলের সঙ্গে অনুশীলনে ছিলেন না দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।


promotional_ad

নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি। আর এই ম্যাচের আগেই অনুশীলনে অনুপস্থিত ছিলেন ওয়ানডে কাপ্তান মাশরাফি।


এবারের বিশ্বকাপে নিজের সেরা পারফর্মেন্স দিতে পারছেন না মাশরাফি। ৭ ম্যাচ খেলা মাশরাফি মাত্র একটি উইকেট পেয়েছেন। কিন্তু এই মাশরাফিই ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।


ইনজুরি নিয়েই নিজের শেষ বিশ্বকাপে খেলা চালিয়ে যাচ্ছেন কাপ্তান মাশরাফি। আয়ারল্যান্ডে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন তিনি। কিন্তু ফিজিও থিহান চন্দ্রমোহন বলা সত্ত্বেও স্ক্যান করাননি মাশরাফি।


ফিজিও ধারণা গ্রেড টু টিয়ার রয়েছে মাশরাফির পায়ে। আর সেটা নিয়েই বিশ্বকাপকে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন তিনি। কিন্তু শেষ ম্যাচের আগে অনুশীলনে অনুপস্থিত থাকায় মাশরাফির অবসর নিয়ে গণমাধ্যমে উড়ে বেড়াচ্ছে জোর গুঞ্জন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball