মাশরাফিকে প্রাপ্য সম্মান দেয়া হোক, চাওয়া রোডসের

ছবি: ছবিঃ বিসিবি, রতন গোমেজ

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
এটাই শেষ বিশ্বকাপ, আগেই ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। সেটা হলে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের বিশ্বকাপের শেষ ম্যাচ। বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডস চান, দলের ক্রিকেটাররা মাশরাফিকে প্রাপ্য সম্মান দিক। অর্থাৎ, পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ুক বাংলাদেশ।
আগামীকাল (৫ জুলাই) লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। বিশ্বকাপ সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেলেও মাশরাফির জন্য ম্যাচটি জিতবে বাংলাদেশ দলের ক্রিকেটাররা, প্রত্যাশা করছেন রোডস।

সংবাদ সম্মেলনে রোডস বলেন, 'মাশরাফিকে দলের ক্রিকেটাররা অনেক সম্মান করে। আমি মাঝেমধ্যে তাকে যোদ্ধা হিসেবে সম্বোধন করি। সে দলের জন্য যুদ্ধ করে। মানুষও তাকে সম্মান করে। তার লড়াকু মনোভাবের জন্যই সবাই তাকে ভালোবাসে। ড্রেসিং রুমে থাকা ক্রিকেটাররাও তাকে বেশ সম্মান করে।'
'সে বলেছে এটা তার শেষ বিশ্বকাপ এবং এটা তার জন্য আবেগের মুহূর্ত। মাশরাফির বিশ্বকাপের শেষ ম্যাচ হিসেবে আমাদের তাকে সম্মান দেখানো উচিত। আশা করছি ছেলেরা তাকে প্রাপ্য সম্মান দিবে, যেহেতু এটা বিশ্বকাপের শেষ ম্যাচ তার। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের খেলায় মনোযোগী হতে হবে।' বলেছেন এই ইংলিশম্যান।
বিশ্বকাপে বড় স্বপ্ন নিয়ে গিয়েছিল বাংলাদেশ। আসর জুড়ে দুর্দান্ত খেলেছে মাশরাফিবাহিনী। মাশরাফির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারিয়েছে সাকিব-তামিমরা।
ভারতের বিপক্ষে ২৮ রানের পরাজয় সব আশা ভেঙে দিয়েছে মাশরাফির দলের। তবে পাকিস্তানের বিপক্ষে যে কোনো মূল্যেই জিতে হাসি মুখে দেশে ফিরতে চাইবে বাংলাদেশ।