লর্ডসের আবহাওয়ার পূর্বাভাস

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আজ বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচটি নির্বিঘ্নেই মাঠে গড়াবে। কারণ আবহাওয়া রিপোর্ট অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই লর্ডসে।
সেখানকার আবহাওয়ার পূর্বাভাস বলছে সকাল ৮টা থেকে সারা দিনই আকাশে হালকা মেঘ থাকবে। এছাড়াও লর্ডসের তাপমাত্রা আজ ওঠানামা করবে ২৮ থেকে ৩০ ডিগ্রীর মধ্যে।

এবারের বিশ্বকাপের শুরু থেকেই বৃষ্টির কারণে ঝামেলায় পড়তে হচ্ছে দলগুলোকে। এখন পর্যন্ত বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে ৪টি ম্যাচ। যা কিনা বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ম্যাচ বাতিল হওয়ার রেকর্ড।
বৃষ্টি বাঁধায় বাতিলের খাতায় পড়েছিল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ। ফলে একটি পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।
উল্লেখ্য বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ভারতের কাছে হেরে এরই মধ্যে বিশ্বকাপ শেষ হয়ে গেছে বাংলাদেশের।
অপরদিকে পাকিস্তানের কাগজে কলমে সম্ভাবনা থাকলেও পারতপক্ষে তা অসম্ভবই বলা চলে। কারণে শেষ চারে যেতে হলে বাংলাদেশকে ৩১৬ রানের ব্যবধানে হারাতে হবে তাদের।