promotional_ad

বাংলাদেশকে অনুসরণ করুক পাকিস্তানঃ জহির

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এবারের বিশ্বকাপের অন্যতম অভিজ্ঞ দল ছিল বাংলাদেশ। দলে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকায় বিশ্বকাপে এতো ভালো পারফর্মেন্স করেছে তারা, মনে করছেন ভারতের সাবেক পেসার জহির খান। কিন্তু বিশ্বকাপে তরুণ ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে পাকিস্তান। দলে অভিজ্ঞ ক্রিকেটারের ঘাটতি ছিল, যে কারণে প্রত্যাশা অনুযায়ী পারফর্মেন্স দেখাতে পারেনি দলটি। জহির খান চাইছেন, বাংলাদেশকে অনুসরণ করুক পাকিস্তান।


এখন পর্যন্ত মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা সর্বমোট ওয়ানডে ম্যাচ খেলেছেন ১০১৪টি। মাশরাফির পঞ্চম বিশ্বকাপ এটি, তিনটি করে বিশ্বকাপ খেলছেন সাকিব, তামিম, মুশফিকরা। দুই করে বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে ২০১৯ বিশ্বকাপ খেলতে এসেছেন মাহমুদউল্লাহ এবং রুবেল হোসেন। এছাড়া সৌম্য সরকার, সাব্বির রহমানের এটি দ্বিতীয় বিশ্বকাপ।


promotional_ad

পাকিস্তানের মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক ছাড়া দলে অভিজ্ঞ ক্রিকেটার নেই বললেই চলে। তবে তরুণ ক্রিকেটাররা পাকিস্তানকে বিশ্বকাপে ভালো পারফর্মেন্স উপহার দিয়েছে। কিন্তু বাংলাদেশের মতো অভিজ্ঞ ক্রিকেটার নেই পাকিস্তান দলে। তাই পাকিস্তান দলে থাকা তরুণ ক্রিকেটারদেরও আরও সময় দিতে হবে বলে মনে করছেন জহির। 


'আমরা দেখেছি দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকার সুবিধা। যারা উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছে নিজেদের ক্যারিয়ারে এবং সবটাই দেখা হয়েছে যাদের, তাঁরাই শেষ পর্যন্ত ভালো করে। সেরা উদাহরণ হচ্ছে বাংলাদেশ। পাকিস্তান তাদের সাথেই খেলবে শেষ ম্যাচে। বাংলাদেশ ভালো বিশ্বকাপ কাটিয়েছে।'


'কেউ প্রত্যাশা করেনি ওরা এত ভালো করবে। দলে অভিজ্ঞ ক্রিকেটার থাকার কারণেই এটা হচ্ছে। মাশরাফি অধিনায়ক হিসেবে রাস্তা দেখাচ্ছে দলটিকে। সাকিব অসাধারণ খেলেছে। এসবই তো আপনি চাইবেন। পাকিস্তানের জন্য এমন কিছুই দরকার। ওদের অনেক তরুণ ক্রিকেটার আছে। তাদেরকে সময় দিতে হবে।' একটি ভিডিওতে বলেছেন জহির খান।


আজ (৫ জুলাই) বাংলাদেশের বিপক্ষে এবারের বিশ্বকাপের শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। ইতোমধ্যে ছিটকে পড়েছে বাংলাদেশ। পাকিস্তান কাগজে কলমে বাদ না পড়লেও অসম্ভব লক্ষ্য তাদের সামনে। টসে জিতে বাংলাদেশ আগে ব্যাটিং নিলেই বাদ পড়ে যাবে পাকিস্তান। আর ব্যাটিং পেলে বাংলাদেশকে ৩১৬ রানের ব্যবধানে হারাতে তাদেরকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball