২৭ বছরের রেকর্ড ভাঙলেন বাবর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষেও দারুণ ব্যাটিং করে যাচ্ছেন টপ অর্ডার এই ব্যাটসম্যান। এই ইনিংস খেলার পথে বিশ্বকাপের এক আসরে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে গেছেন বাবর।
পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জাবেদ মিয়াঁদাদ ১৯৯২ বিশ্বকাপে ৯ ম্যাচে ৪৩৭ রান সংগ্রহ করেছিলেন। কোনো সেঞ্চুরি না হাঁকালেও পাঁচটি হাফ সেঞ্চুরি করেছিলেন তিনি। মিয়াঁদাদের এই রেকর্ড ২৭ বছর পর এসে ভাঙলেন বাবর।

বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নামার আগে এই রেকর্ডে নাম লেখাতে বাবরের প্রয়োজন ছিল ৬০ রান। অসাধারণ ব্যাটিংশৈলী দেখিয়ে ৯৬ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি।
এবারের বিশ্বকাপে দারুণ খেলে যাচ্ছেন বাবর। টুর্নামেন্টে ইতোমধ্যে তিনটি হাফ সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। বাংলাদেশের বিপক্ষেও সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি। কিন্তু মোহাম্মদ সাইফউদ্দিনের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরে যেতে হয়েছে তাঁকে।
বিশ্বকাপের এক আসরে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যথাক্রমে দুই, তিন ও চার নম্বরে রয়েছেন সাঈদ আনোয়ার, মিসবাহ-উল-হক এবং রমিজ রাজা। ১৯৯৯ বিশ্বকাপে ১০ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৬৮ রান সংগ্রহ করেছিলেন সাঈদ আনোয়ার।
২০১৫ বিশ্বকাপে ৭ ম্যাচে চার হাফ সেঞ্চুরিতে ৩৫০ রান সংগ্রহ করেন মিসবাহ-উল-হক। ১৯৮৭ বিশ্বকাপে ৭ ম্যাচে এক সেঞ্চুরি এবং দুই হাফ সেঞ্চুরিতে ৩৪৯ রান করেছিলেন রমিজ রাজা। এবার সবার রেকর্ড ভেঙে শীর্ষে জায়গা করে নিলেন বাবর।