শীর্ষস্থান ধরে রাখলো বিশ্ব চ্যাম্পিয়নরা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর রেটিং পয়েন্ট বৃদ্ধি পেয়েছে ইংল্যান্ডের। নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়ে দুই পয়েন্ট অর্জন করেছে ইয়ন মরগানের দল। বর্তমানে ১২৫ পয়েন্ট নিয়ে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে তারা।
এর আগে গত জুন মাসে বিশ্বকাপ চলাকালীন সময়ে ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠেছিল ভারত। তবে কোহলিরা প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাওয়ায় এবং দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ড জয় পাওয়ায় পুনরায় শীর্ষে উঠে আসে মরগান বাহিনী।

এদিকে ইংল্যান্ডের রেটিং পয়েন্ট বাড়লেও এক পয়েন্ট করে কমেছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের। কিউইদের বর্তমান রেটিং পয়েন্ট ১১২ এবং অস্ট্রেলিয়ার ১১১। তবে পয়েন্ট কমলেও অবস্থার পরিবর্তন হয়নি দুই দলের। তিনে নিউজিল্যান্ড এবং চারে রয়েছে অস্ট্রেলিয়া।
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের পাঁচ এবং ছয়ে আছে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তান। হতাশার একটি বিশ্বকাপ শেষে প্রোটিয়াদের রেটিং পয়েন্ট ১১০। আর সরফরাজ আহমেদের পাকিস্তানের পয়েন্ট ৯৭।
৯০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান বাংলাদেশের। বিশ্বকাপ চলাকালীন সময়ে একবার আট নম্বরে নেমে গেলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর আবারো সাতে উঠে আসে মাশরাফিরা।
বাংলাদেশের পর আট, নয় এবং দশ নম্বরে আছে যথাক্রমে শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তান। বিশ্বকাপে ভরাডুবির পর শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট ৭৯ এবং ক্যারিবিয়ানদের ৭৭। টুর্নামেন্টে একটি ম্যাচেও জয়ের মুখ না দেখা আফগানিস্তানের পয়েন্ট মাত্র ৫৯।