টেস্ট থেকে আমিরের আকস্মিক অবসর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন পাকিস্তানের তারকা পেসার মোহাম্মদ আমির। টেস্ট থেকে অবসরের ঘোষণা দিলেও ওয়ানডে এবং টি টোয়েন্টি খেলা চালিয়ে যাবেন ২৭ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
মূলত সীমিত ওভারের ক্রিকেটে আরো সময় দেয়ার লক্ষ্যেই টেস্টকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন আমির। এরই মধ্যে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন আমির। তিনি বলেছেন, ‘পাকিস্তানের হয়ে টেস্টে প্রতিনিধিত্ব করা অনেক সম্মানের। তবে আমি দীর্ঘ ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছি যেন সাদা বলের ক্রিকেটে আরো মনোযোগী হতে পারি।’

অবশ্য টেস্ট ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত মোটেও সহজ ছিল না আমিরের জন্য। অনেক ভেবে চিন্তে তবেই মন স্থির করেছেন বলে জানিয়েছেন ৩৬ টেস্টে ১১৯ উইকেট শিকার করা এই পেসার। আমিরের বিশ্বাস, তরুণ ক্রিকেটারদের সুযোগ করে দেয়ার এটাই উপযুক্ত সময়।
তিনি বলেন, ‘এটা মোটেও সহজ সিদ্ধান্ত ছিল না এবং আমি এই বিষয়টি নিয়ে বেশ কয়েকবার ভেবেছি। তবে যেহেতু আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হতে যাচ্ছে এবং পাকিস্তান বেশ কিছু তরুণ প্রতিভাবান পেস বোলার নিয়ে এসেছে, তাই আমি মনে করি টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর এটাই উপযুক্ত সময়। যেন নির্বাচকরা তাদের পরিকল্পনা সাজাতে পারেন।’
সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানানোর সময় সতীর্থ, কোচ এবং বোর্ডকে ধন্যবাদ জানাতে ভোলেননি আমির, ‘আমি আমার টেস্টের প্রত্যেক সতীর্থ এবং প্রতিপক্ষদের ধন্যবাদ জানাতে চাই। তাদের সঙ্গে এবং বিপক্ষে খেলতে পারা অনেক বড় সুযোগ আমার জন্য। আমি পিসিবিকেও ধন্যবাদ জানাতে চাই এই সুবর্ণ সুযোগ আমাকে দেয়ার জন্য। আমি আমার কোচদের প্রতিও অনেক কৃতজ্ঞ যারা আমার ক্যারিয়ারের বিভিন্ন সময়ে আমাকে সাহায্য করেছেন।’