পারফেক্ট ক্রিকেটের খোঁজে প্রধান কোচ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
চলমান ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে বোলিং, ব্যাটিং এবং ফিল্ডিং; তিন বিভাগেই বিবর্ণ পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। সিরিজের ফাইনালে পা রাখলেও এখন পর্যন্ত পারফেক্ট (পরিপূর্ণ) ক্রিকেটের খোঁজে রয়েছে বাংলাদেশ দল। ফাইনালের আগের দিন এমনই জানালেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ওপেনিংয়ে বড় জুটি গড়তে প্রতিনিয়তই ব্যর্থ হচ্ছেন ব্যাটসম্যানরা। একই সঙ্গে দায়িত্ব নিয়ে খেলার অভাবও প্রকটভাবে দেখা গেছে বাংলাদেশ শিবিরে। প্রথম ১০ ওভারে বেশ কয়েকটি উইকেট হারিয়ে ফেলায় শেষের দিকে চাপের মুখে পড়তে হচ্ছে দলকে।

ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার আগের দিন পারফেক্ট ক্রিকেট খেলতে না পারার আক্ষেপ করতে দেখা গেল ডমিঙ্গোকে, ‘আমরা পারফেক্ট ক্রিকেট খেলিনি এখনও। কিছু কিছু জায়গায় আমরা বেশ ভালো করছি, তবে কিছু জায়গায় আমরা এভারেজ পারফরমেন্স করছি।’
ফাইনাল জিততে হলে সব বিভাগেই সঠিকভাবে নিজেদের প্রমাণ করতে হবে বলে বিশ্বাস প্রোটিয়া এই কোচের। তিনি বলেন, ‘আমরা আমাদের সঠিক খেলা খুঁজে পাওয়ার অপেক্ষায় আছি। আমরা দ্রুত উইকেট হারিয়েছি। প্রথম ১০ ওভারে একাধিক উইকেট হারিয়েছি আমরা।’
প্রায় প্রতি ম্যাচেই ওপেনিংয়ে জুটি গড়তে না পারার ব্যাপারটি ভুগিয়েছে বাংলাদেশকে। এদিকে তাই সতর্ক দৃষ্টি রাখার পক্ষে ডমিঙ্গো। কোচের চাওয়া, ২ উইকেটে অন্তত ১৫ ওভার পর্যন্ত যেন খেলতে পারে বাংলাদেশ। ডমিঙ্গোর ভাষায়, ‘আমাদের মূল লক্ষ্য থাকবে ২ উইকেট দিয়ে ১৫ ওভার পর্যন্ত যাওয়ার। এটা শেষ ৫ ওভারে আমাদের সাহায্য করবে। তাই এটাই একমাত্র জায়গা যেখানে আমরা বেশি ফোকাস করছি।’
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশের ওপেনিং জুটিগুলো যথাক্রমে ১৬, ১, ৪৯ এবং ৯। ফাইনালে যেন ওপেনিং জুটি থেকে বেশি রান পাওয়া যায়, সেদিকেই লক্ষ্য রাখছেন ডমিঙ্গো।