উমর আকমলকে নিষিদ্ধ করল পিসিবি
ছবি: ছবিঃ গেটি ইমেজ

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানি ক্রিকেটার উমর আকমলকে দুর্নীতির দায়ে নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে এমনটা জানিয়েছে পিসিবি।
আইসিসির অ্যান্টি করাপশন কোডের ৪.৭.১ ধারা ভঙ্গ করেছেন ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। আকমল কী অপরাধে নিষিদ্ধ হয়েছেন সেটা অবশ্য প্রকাশ করেনি পিসিবি।

এই ব্যাপারে এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে পিসিবির দুর্নীতি দমন বিভাগ। খুব দ্রুত তদন্ত শেষ করে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেছে পিসিবি।
আসন্ন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল আকমলের। উইকেটরক্ষক এই ব্যাটসম্যান এবারের পিএসএলেও খেলতে পারছেন না।
২০০৯ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হওয়া এই ক্রিকেটার দেশের হয়ে শেষবার খেলেন ২০১৯ সালের মার্চে। দেশের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি খেলে সাড়ে পাঁচ হাজারের বেশি রান করেছেন তিনি।