লিটনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের পাহাড় গড়েছে স্বাগতিক বাংলাদেশ। উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাসের অনবদ্য সেঞ্চুরিতে প্রথমে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৩২১ রানের পুঁজি পেয়েছে তারা।
হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে মাঠ ছাড়ার আগে ১০৫ বলে ১২৬ রান করেন ওপেনার লিটন। যেখানে দুটি ছক্কা এবং ১৩টি চার মারেন তিনি। লিটনের পাশাপাশি দারুণ ব্যাটিং করেছেন মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাইফউদ্দিন।
নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন মিঠুন। অপরদিকে শেষের দিকে ব্যাটিং করতে নেমে ১৫ বলে ৩ ছক্কার সাহায্যে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলেন পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচের শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এরপর খেলতে নেমে ৬০ রানের উদ্বোধনী জুটি গড়েন তামিম ইকবাল এবং লিটন।

১৩তম ওভারের শেষ বলে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ডানহাতি স্পিনার ওয়েসলি মাধেভেরে। দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তর সঙ্গে ৮০ রানের জুটি গড়ে আবারো দলকে বড় পুঁজির পথে এগিয়ে নিয়ে যান লিটন।
২৯ রান করা শান্তকে ইনিংস বড় করতে দেননি জিম্বাবুয়ের লেগ স্পিনার টিনোটেন্ডা মুটুম্বোডজি। দ্রুত ফিরতে হয়েছে অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকেও। ১৯ রান করে ডানহাতি পেসার ডোনাল্ড তিরিপানোর বলে উইকেটরক্ষক মুটুম্বামির হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
দলীয় ২০৬ রানের সময় সেঞ্চুরি করা লিটন আহত হওয়ায় কিছুটা ছন্দপতন হয় বাংলাদেশের। তবে পরবর্তীতে মাহমুদউল্লাহ এবং লিটনের ৬৮ রানের জুটি বড় সংগ্রহের ভিত গড়ে দেয় স্বাগতিকদের। দলীয় ২৭৪ রানের মাথায় মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে এই জুটি ভাঙেন ক্রিস্টোফার পফু।
মাহমুদউল্লাহর বিদায়ের পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি মিঠুন। ৪১ বলে হাফসেঞ্চুরি তুলে নেয়ার পরে পফুর দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। ব্যর্থ হয়েছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। ৪ বলে এক ছক্কার সাহায্যে ৭ রান করে কার্ল মুম্বার বলে কামুনহুকামউইয়ের হাতে ক্যাচ দেন তিনি। পরবর্তীতে মোহাম্মদ সাইফউদ্দিন এবং অধিনায়ক মাশরাফির ব্যাটে বাকি সময় পার করে বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ৩২১/৬ (৫০ ওভার) (লিটন ১২৬, মিঠুন ৫০; পফু ২/৬৮, মুম্বা ১/৪৫)
টসঃ বাংলাদেশ (ব্যাটিং)