ধোনিকে শোয়েবের খোঁচা

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মহেন্দ্র সিং ধোনির জায়গায় থাকলে অনেক আগেই ক্রিকেটকে বিদায় জানিয়ে দিতেন বলে মন্তব্য করেছেন শোয়েব আখতার। ৩৮ বছর বয়সী ধোনি এখনও অবসর না নেয়ায় কিছুটা বিরক্ত পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব।
গত বছরের ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ধোনির অবসর নিয়ে জল ঘোলা হয়ে আসছিল। ঠিক কবে বুটজোড়া তুলে রাখছেন অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যান সেটি নিয়ে দীর্ঘদিন থেকেই চায়ের কাপে ঝড় তুলছেন ক্রিকেট প্রেমীরা।

এমনকি সাবেক অনেক ক্রিকেটারও ধোনির বিদায় দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। সেই তালিকায় রয়েছেন শোয়েবও। পাকিস্তানের এই গতি তারকা অবসর ইস্যুতে ধোনিকে অনেকটা খোঁচাই মেরেছেন।
তিনি বলেছেন, 'আমি তার জায়গায় হলে এতদিনে বুটজোড়া তুলে রাখতাম। আমি হয়তো সীমিত ওভারের ক্রিকেটে আরও ৩-৪ বছর খেলতে পারতাম। কিন্তু আমি শতভাগ উপযুক্ত ছিলাম না বলে ২০১১ বিশ্বকাপের পরই ছেড়ে দেই।'
ধোনির মতো একজন ক্রিকেটার সম্মান নিয়েই যেন ক্রিকেটকে বিদায় জানান এমনটাই চাওয়া শোয়েবের। তাঁর ভাষ্যমতে, 'নিজের সামর্থ্যের সেরাটা দলের জন্য দিয়ে ফেলেছে ধোনি। মর্যাদার সঙ্গে ক্রিকেট ছাড়া উচিৎ তারা। আমি জানি না, কেন এ সিদ্ধান্তটা এত ঝুলিয়ে রেখেছে সে। বিশ্বকাপের পরই তার অবসর নেয়া উচিৎ।’
ধোনির বিদায় কামনা করলেও তাঁর প্রতি যথেষ্ট শ্রদ্ধাও জ্ঞাপন করেছেন শোয়েব। ভারতের বিশ্বকাপ বিজয়ী অধিনায়ককে যথাযথ মর্যাদার সঙ্গে বিদায় দেয়ার আহ্বান জানান তিনি। শোয়েব বলেছেন, ‘ভারতবাসীকে বলবো, আপনাদের উচিৎ ধোনিকে শ্রদ্ধা এবং মর্যাদার সঙ্গে বিদায় দেয়া। তার বিদায়টা সুন্দর করুন। সে আপনাদের বিশ্বকাপ জিতিয়েছে, অনেক সাফল্য এনে দিয়েছে। একইসঙ্গে মানুষ হিসেবেও দারুণ।'