অনির্দিষ্টকালের জন্য স্থগিত পাকিস্তানের নেদারল্যান্ডস সফর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে পাকিস্তান দলের নেদারল্যাডস সফর। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে ঠিক করা হবে সফরের নতুন সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে থমকে আছে পুরো বিশ্ব। বন্ধ আছে সব ধরণের স্পোর্টিং ইভেন্ট। আবার অবে মাঠে খেলা ফিরবে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এমন অবস্থায় আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত নেদারল্যান্ডস সরকার সব ধরনের পেশাদার খেলা ও সাংস্কৃতিক আয়োজন স্থগিতের ঘোষণা দিয়েছে।

সরকারের ঘোষণার পরই ডাচ ক্রিকেট বোর্ডের পরামর্শে সফর স্থগিত করার সিদ্ধান্ত নেয় পিসিবি। এ বছরের জুলাইয়ে ইংল্যান্ডে পূর্ণাঙ্গ সফরের আগে সিরিজটি হওয়ার কথা ছিল।
৪, ৭ ও ৯ জুলাই হওয়ার কথা ছিল তিনটি ওয়ানডে। এই সিরিজের আগে ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল নেদারল্যান্ডসের। আপাতত সেটাও পিছিয়ে গেছে।
মরণব্যাধি এই ভাইরাসের কারণে আরও ক্ষতি হয়েছে ডাচদের। পিছিয়ে গেছে স্বাগতিক নেদারল্যান্ডস, নামিবিয়া, ওমান ও যুক্তরাষ্ট্রের চার জাতি টুর্নামেন্টও। দেশটির ক্রিকেট বোর্ড জানিয়েছে, এই গ্রীষ্মে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করবে না।করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সব ক্রীড়া ইভেন্টই বন্ধ রয়েছে। স্থগিত হয়ে গেছে ক্রিকেটের একাধিক সিরিজ ও টুর্নামেন্ট।