promotional_ad

ভারতকে এতবার হারিয়েছি যে তাদের জন্য খারাপ লাগেঃ ইমরান

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রভাবে লকডাউনে গৃহবন্দী অবস্থায় রয়েছেন বিশ্বের বেশিরভাগ মানুষ। লকডাউনে রয়েছেন পাকিস্তান এবং ভারতের সাবেক এবং বর্তমান ক্রিকেটাররা। ২২ গজের খেলা বন্ধ থাকইলেও কাঁদা ছোঁড়াছুড়ি বন্ধ নেই এই দুই দেশের সাবেকদের ভেতর। একের পর এক কথার তীর ছুড়েই যাচ্ছেন পরস্পরের প্রতি।


ইট ছুঁড়ছেন, জবাবে পাটকেলও খাচ্ছেন। এমনই এক পরিস্থিতিতে এক প্রকারে বোম ফাটালেন সাবেক পাকিস্তানি অধিনায়ক ইমরান খান। তিনি দাবী করেছেন ভারতকে প্রায়শই হারিয়ে দিতেন ভারতকে। এবং সে জন্য তাঁর বেশ খারাপও লাগে।


promotional_ad

ইমরান খান বলেন, 'ভারতের জন্য খারাপ লাগে! প্রায়ই ওদের হারাতাম আমরা। আমি যখন অধিনায়ক ছিলাম তখন ভারতকে নিয়ে কখনই ভাবতাম না। ওয়েস্ট ইন্ডিজ দল ছিল তাদের ভয়ের কারণ। ভারতের জন্য সত্যিই খারাপ লাগে।'


কিছুদিন আগে পাকিস্তানের স্থানীয় একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবী করেন ইমরান খান।


তিনি আরও বলেন, 'ভারতীয় দলকে এতবার হারিয়েছি যে তাদের জন্য খারাপ লাগে মাঝেমধ্যে। ওরা আমাদের সঙ্গে খুব চাপে থাকত। যখন টসের জন্য মাঠে নামতাম ওদের অধিনায়কের মুখ দেখেই বুঝে যেতাম যে, প্রচণ্ড চাপে আছে।'


ইমরান মনে করেন তাদের সময় ভারতের চেয়েও ওয়েস্ট ইন্ডিজকে শক্তিশালী দল হিসেবে গণ্য করতো পাকিস্তান।


সাবেক এই পাক অধিনায়ক বলেন, 'সেই সময়ে আমাদের প্রতিদ্বন্দ্বী ভারত ছিল না। ওয়েস্ট ইন্ডিজ ছিল সেই সময়ে আমাদের মূল প্রতিদ্বন্দ্বী। খুবই শক্তিশালী একটা দল ছিল। আমার মনে পড়ে না, ওরকম শক্তিশালী কোনও দল আমি দেখেছি সেই সময়ে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball