পাকিস্তানে সিরিজ আয়োজনে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে সাঙ্গাকারার আহ্বান

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তানে ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট। যেই শ্রীলঙ্কার উপর হামলার পর দেশটি নির্বাসিত হয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে, ফেরার লগ্ন থেকে শুরু করে এখন পর্যন্ত সেই শ্রীলঙ্কাকেই পাশে পাচ্ছে পাকিস্তান।
করোনার প্রভাবে বর্তমানে বন্ধ আছে বিশ্বের সকল প্রকারের ক্রিকেট ম্যাচ। সাবেক লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারা করোনা দুর্যোগের পর পাকিস্তানে সিরিজ আয়োজনের আহ্বান জানিয়েছেন ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে। ভবিষ্যতে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসার ক্ষেত্রে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াকে অবশ্যই অগ্রণী ভূমিকা নিতে হবে বলে মনে করেন তিনি।

সম্প্রতি স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের এই প্রেসিডেন্ট।
সাঙ্গাকারা বলেন, 'আমি মনে করি যে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া এমনকি দক্ষিণ আফ্রিকাও সুরক্ষার আশ্বাস পেলে প্রকৃতপক্ষে পাকিস্তান সফরের জন্য তাদের রাজি হওয়া উচিত এবং তাদের মধ্যে যদি এই আলোচনা হয় তবে এমসিসি সফর তার পূর্বসূর হয়ে উঠবে।'
সাবেক এই অধিনায়ক মনে করেন, একসাথে পুরো সিরিজ আয়োজন না করে ভেঙে ভেঙে হলেও পাকিস্তানে সিরিজ আয়োজন করা উচিৎ।
তিনি বলেন, 'আমি মনে করি আপনার দুটি টেস্ট ম্যাচ খেলার পর আপনি একটু বিরতি নিন এরপর আপনি ফিরে গিয়ে তিনটি ওয়ানডে খেলবেন। আমি নিশ্চিত যে ক্রিকেটকে পাকিস্তানে ফিরিয়ে আনা যেতে পারে একমাত্র এমন পদক্ষেপের মাধ্যমেই।'
২০০৫ সাল থেকে ইংল্যান্ড কোনও টেস্ট সিরিজ খেলেনি পাকিস্তানে। সেবার মাইকেল ভনের নেতৃত্বাধীন ইংল্যান্ড ২-০ ব্যবধানে পরাজিত হয়েছিল পাকিস্তানের কাছে। এরপর ২০১১/১২ এবং ২০১৫/১৬ তে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হয়েছিল এই দুই দলের সিরিজ।