promotional_ad

বিকেলেই জানা যাবে এশিয়া কাপের ভবিষ্যৎ?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনার প্রকোপে লণ্ডভণ্ড হয়ে গেছে বিশ্ব ক্রিকেটের সূচী। সকলের দৃষ্টি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনের দিকে। ক্রিকেটপ্রেমীদের মনে একটাই প্রশ্ন। শেষ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এই দুইটি টুর্নামেন্ট?


আইপিএল এবং বিশ্বকাপের আলোচনার ভীরে চাপা পড়ে গিয়েছে আরও একটি টুর্নামেন্ট। সেটি হল চলতি বছরের এশিয়া কাপ। করোনাকালে এই টুর্নামেন্টটি ছিল সব ধরণের আলোচনার আড়ালে। যদিও ষঙ্কায় রয়েছে এই টুর্নামেন্টটিও। তবে এই শঙ্কা ছাপিয়ে গেছে করোনাকে। কেননা শঙ্কা দেখা দিয়েছে আয়োজক দেশ এবং অংশগ্রহণকারী দেশের মধ্যকার চলমান সমস্যা নিয়ে।


promotional_ad

করোনার প্রভাব শুরুর আগে এশিয়া কাপের আয়োজন নিয়ে বেশ শোরগোল চলছিল। শোরগোলের মূল কেন্দ্রবিন্দু ছিন ভারত এবং পাকিস্তান। আর তা হবেই না কেন? আয়োজক হিসেবে নামটা ছিল যে পাকিস্তানের। রাজনৈতিক কোন্দলের কারণে ভারত রাজি নয় পাকিস্তানে যেতে। আবার পাকিস্তানও অনড় আয়োজকের অবস্থান থেকে সরে আসতে। ফলে একটা অচলাবস্থা তৈরী হয়েছিল তুরনামেন্ততির আয়োজন নিয়ে।


তবে অবশেষে কাটতে যাচ্ছে সেই অচলাবস্থা। কেননা সোমবার (৮ জুন) বিকেলে বসতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা। ধারণা করা হচ্ছে এই সভাতেই সিদ্ধান্ত আসতে পারে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে।


দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।


নিজামউদ্দিন বলেন, 'কোভিড–১৯ মহামারী আকারে ছড়িয়ে পড়ার আগে পাকিস্তান ঠিক করে টুর্নামেন্টটা দুবাইয়ে করবে। ওটা ওভাবেই আছে। এ ব্যাপারে আর কিছু এগোয়নি। আমরা এটা নিয়ে (আজ সভায়) আলোচনা করব। আমাদের তুলনায় দুবাইয়ের করোনাপরিস্থিতি ভালো। দেখা যাক কী হয়!'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball