promotional_ad

বোলাররা এখন রোবট: ওয়াসিম আকরাম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের তাণ্ডবের কারণে সারা বিশ্বের মানুষের জীবন যাত্রায় পরিবর্তন এসেছে। এর প্রভাব পড়েছে ক্রিকেট বিশ্বেও। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বলে লালার ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে।


পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াসিম আকরাম মনে করেন ??মন নিয়ম বোলারদের রোবটে পরিণত করেছে। বলে লালা ব্যবহার করলে পাঁচ রান জরিমানার বিধান করেছে আইসিসি। যদিও এখনও ঘাম ব্যবহার করার অনুমতি রয়েছে। 


promotional_ad

এই বিষয়টি মেনে নিতে পারেননি ওয়াসিম। তিনি বলেন, 'এটা (লালা ব্যবহার নিষিদ্ধ হওয়ায়) বোলারদের রোবটে পরিণত করবে। কেউ আসবে এবং কোনো সুইং ছাড়া বল করবে।'


বোলারদের জন্য এখন সুইং করানো কষ্টকর হবে বলে মনে করেন তিনি। ওয়াসিমের ভাষ্য, 'এটা আমার জন্য হাস্যকর একটা ব্যাপার কারণ আমি বল শাইন করতে এবং সুইং করাতে লালা ব্যবহার করেই বড় হয়েছি। আমি এ কঠিন সময় নিয়ে সতর্ক। সুইং করানোর জন্য বোলারদের এখন বল পুরনো ও রুক্ষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।'


ঘাম ব্যবহারে কিছু অসুবিধাও দেখছেন তিনি। ওয়াসিম বলেন, 'ঘাম শুধুমাত্র কিছু একটা ব্যবহার করা আরকি। অতিরিক্ত ঘাম ব্যবহার করলে বল ভারি হয়ে যেতে পারে।' এমন অবস্থায় কৃত্রিম বস্তু দিয়ে বল শাইনিং করার সুযোগ দেয়া উচিত বলে মনে করেন এই পাকিস্তানি ক্রিকেট গ্রেট।


ওয়াসিম জানিয়েছেন, 'আমার বিশ্বাস, তাদের একটি যুক্তিসঙ্গত সমাধান খুঁজতে হবে। ভ্যাসলিনের মতো কৃত্রিম পদার্থগুলিকে বল সুইংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে। তবে এর পরিমাণ কত? দেখা যাক, উইন্ডিজ বনাম ইংল্যান্ডের সিরিজেই বুঝতে পারবো এটা কেমন হবে। কারণ আমি এই জিনিসটির অভিজ্ঞতা আমার কখনোই ছিল না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball