promotional_ad

স্যামিকে রাজার সম্মান দেয়া হয় পাকিস্তানে

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ড্যারেন স্যামিসহ বাকি ক্যারিবিয়ান ক্রিকেটারদেরকে রাজার সম্মান দেয়া হয় বলে মন্তব্য করেছেন পেশওয়ার জালমি ফ্র্যাঞ্চাইজির মালিক জাভেদ আফ্রিদি। 


সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলার সময় বর্ণবাদের শিকার হয়েছিলেন বলে অভিযোগ করেন ক্যারিবিয়ান তারকা ড্যারেন স্যামি। ক্যারিবিয়ান এই তারকা জানিয়েছিলেন গায়ের রঙ কালো হওয়ায় আইপিএলে তাঁকে এবং শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরাকে কালু বলে সম্বোধন করা হতো।


promotional_ad

এবার স্যামির অভিযোগের ইস্যু টেনেই মূলত ভারতকে খোঁচা দিয়েছেন জাভেদ আফ্রিদি। পেশওয়ার জালমির মালিক বলেছেন, ‘স্যামির মতো ক্যারিবীয় ক্রিকেটারদের সঙ্গে রাজার মতো আচরণ করা হয় পাকিস্তানে।’


আইপিএলে তিক্ত অভিজ্ঞতা হলেও পিএসএলে দারুণ আতিথেয়তা পেয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী স্যামি। শুধু তাই নয়, কিছুদিন আগে তাঁকে সম্মানসূচক নাগরিকত্বও দিয়েছে পাকিস্তান সরকার। সুতরাং ক্যারিবিয়ান ক্রিকেটারদের যোগ্য সম্মানই দিচ্ছে পাকিস্তান। 


জাভেদ আফ্রিদিও ক্যারিবিয়ানদের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, 'ওরা (ক্যারিবিয়ান ক্রিকেটার) প্রকৃতিগতভাবেই আকর্ষণীয় খেলোয়াড়। ম্যাচ বিজেতা হিসেবেই তাদের গণ্য করা হয়। পাকিস্তানি ভক্তরা তাদের খেলা দেখতে ভালবাসে, তাদের সমর্থন করে। বিশেষ করে যখন তারা পিএসএল খেলে।’


 যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নাগরিক জর্জ ফ্লয়েডকে নির্মমভাবে হত্যা করার পর বর্ণবাদ নিয়ে সরব হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ব্যাপারে  নিজেদের অভিজ্ঞতাও শেয়ার করছেন তারা। এই তালিকায় ক্রিস গেইলের পর যোগ দিয়েছেন স্যামিও। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball