ইংলিশ কন্ডিশনে সেঞ্চুরিই মানোন্নয়নের চাবিকাঠি!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আন্তর্জাতিক অভিষেকের শুরু থেকেই পারফর্ম করে আসছেন রস্টন চেজ। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই ক্যারিবিয় দলের গুরুত্বপূর্ণ সদস্য এই অলরাউন্ডার। ২০১৬ সালে টেস্ট অভিষেক হওয়া এই ক্রিকেটারের নামের পাশে আছে ৫টি সেঞ্চুরি। তবে ঘরের বাইরে মাত্র একটি।
২৮ বছর বয়সী চেজ তাই এবার বিদেশের মাটিতে সেঞ্চুরির সংখ্যা বাড়াতে চান। ৮ জুলাই থেকে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজে অন্তত একটি সেঞ্চুরি হাঁকাতে চান এই অলরাউন্ডার।

চেজের মতে, ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি হাকালে মানুষের চোখে একজন ক্রিকেটারের মান বেড়ে যায়। এমনকি ক্রিকেটারদের গুরুত্বও বৃদ্ধি পায়। যে কারণে তিনি নিজেও চান ইংলিশ কন্ডিশনে সেঞ্চুরি হাঁকিয়ে ব্যাট উঁচু করতে।
ক্রিকবাজকে চেজ বলেন, 'আমি সবসময়ই চেয়েছি ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি হাঁকাতে। ঘরের মাঠে ওদের বিপক্ষে একটি সেঞ্চুরি আছে কিন্তু ইংল্যান্ডের মাটিতে করতে পারলে খুবই আনন্দিত হব।'
'আপনি যখন ইংল্যান্ডের মাটিতে সেঞ্চুরি করবেন তখন মানুষ আপনাকে আরও বেশি গুরুত্বের সঙ্গে নেবে এবং উঁচু মানের খেলোয়াড় মনে করবে। খুব ভালো একটি সিরিজ খেলতে মুখিয়ে আছি, চেষ্টা থাকবে যত বেশি রান করা যায়। কিন্তু একটা সেঞ্চুরিও যদি না করতে পারি তাহলে খুব হতাশ হব।' আরও যোগ করেন এই অলরাউন্ডার।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই ৮জুলাই থেকে আন্তর্জাতিক ক্রিকেট শুরু হচ্ছে ইংল্যান্ডে। সিরিজে ৩টি টেস্ট খেলবে দুই দল। ২০ দিনের মধ্যে হবে পুরো সিরিজটি। বর্তমানে ইংল্যান্ড পৌঁছে কোয়ারেন্টাইন পালন করছে জেসন হোল্ডারের দল।