promotional_ad

বিশ্বকাপ জেতার স্বপ্নে বিভোর শোয়েব মালিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৯ সালে সর্বশেষ আইসিসির বড় কোনো আসরের শিরোপা জিতেছিল পাকিস্তান। এরপর লম্বা সময় পেড়িয়ে গেলেও টি-টোয়েন্টি বা ওয়ানডে বিশ্বকাপের মতো বড় আসরের শিরোপা অধরাই রয়ে গেছে পাকিস্তানের। হাঁকডাক ছাড়লেও শেষ পর্যন্ত শিরোপা জয় সম্ভব হয়নি দেশটির।


তবে বর্তমান পাকিস্তান দল নিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন তারকা অলরাউন্ডার শোয়েব মালিক। তিনি মনে করেন এই দলের অনেক সুযোগ রয়েছে। কেননা আইসিসির বড় টুর্নামেন্ট জেতার জন্য প্রয়োজনীয় রসদ দলে মজুদ রয়েছে।


promotional_ad

সম্প্রতি পাকিস্তানের গণমাধ্যমকে তিনি এ বিষয়ে জানান। করোনার প্রকোপে ঝুলে রয়েছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য। চলতি বছর বা তাঁর পরের বছর অনুষ্ঠিত হলেও মালিক চোখ রেখেন বিশ্বকাপেই।


মালিক বলেন, 'আমি বিশ্বাস করি আমাদের এবার অনেক সুযোগ রয়েছে। এমন টুর্নামেন্ট জেতার জন্য সবার আগে দরকার শক্তিশালী বোলিং ইউনিট। আমি মনে করি আমাদের সেটা আছে। এর সঙ্গে এই বোলিং ইউনিটকে যথাযথ সমর্থন দেয়ার মতো ব্যাটিং লাইনআপও আছে আমাদের।'


'আমাদের ফিল্ডিং এখন অনেক উন্নত হয়েছে। বড় মাঠে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বিগত বছরগুলোর তুলনায় আমাদের ফিটনেসও এখন ভাল। আমি মনে করি দল হিসেবে আমরা ভালো অবস্থায় আছি। টুর্নামেন্টটি হলে সেটি জেতার বড় সুযোগ রয়েছে আমাদের।'


এদিকে লম্বা বিরতির আগস্টে ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে পাকিস্তান। সিরিজ খেলতে ২৮ জুন ইংল্যান্ড চলে টিম পাকিস্তান। তবে ব্যক্তিগত কারণে বিশেষ ছুটি পেয়েছেন মালিক। তিনি দলের সঙ্গে যোগ দেবেন ২৪ জুলাই।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball