আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোয় সমালোচিত বোরিস জনসন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
যুক্তরাজ্যে প্রতিনিয়ত বেড়ে চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু এই পরিস্থিতির মাঝেও ক্রিকেট ফেরানোর উদ্যোগ নিয়েছে দেশটির সরকার। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর তোরজোড় শুরু করলেও ঘরোয়া ক্রিকেট এখনও বন্ধ রাখার পক্ষে ব্রিটিশ সরকার। আর এতেই জোর সমালোচনার মুখে পড়েছেন প্রধানমন্ত্রী বোরিস জনসন। তাঁর এই দ্বিমুখী নীতি মেনে নিতে পারেননি ক্রিকেট সংশ্লিষ্ট অনেক ব্যক্তিই।

ক্রিকেট খেলার মাধ্যমে করোনা সংক্রমণ বৃদ্ধি পেতে পারে বলে ঘরোয়া ক্রিকেটের সব খেলা বন্ধ রাখার নির্দেশ দেন জনসন। তাঁর এই সিদ্ধান্তকে দুই দিন আগে অর্থহীন হিসেবে দাবি করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও।
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে জনসনের সিদ্ধান্তের প্রেক্ষিতে তিনি লিখেন, 'হাত জীবাণুমুক্ত রাখার তরল সব ক্রিকেটারের পকেটে...প্রতিবার বল করার আগে হাতটা জীবাণুমুক্ত করতে হবে...খুব সহজ ব্যাপার। বিনোদনমূলক ক্রিকেট ৪ জুলাই থেকে খেলা উচিত। এটা না ফেরানোটা নির্বোধের মতো কাজ।'
ক্রিকেটের প্রতি আবেগ এবং ভালোবাসা অনেক আগে থেকেই ব্যাপক ব্রিটিশ প্রধানমন্ত্রীর। সেকারণেই সম্প্রতি নিজ দলীয় সংসদ সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি মন্তব্য করেন, 'ক্রিকেট ছাড়া ইংল্যান্ডকে ইংল্যান্ডই মনে হয় না।'