promotional_ad

ইংল্যান্ড সফরে আইরিশ স্কোয়াডে যুক্ত হলেন স্টুয়ার্ট থম্পসন

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছিল আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড (ক্রিকেট আয়ারল্যান্ড)। দল ঘোষণার এক সপ্তাহ পর স্টুয়ার্ট থম্পসনকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা। 


১০ জুলাই অ্যান্ডি বালবার্নিকে অধিনায়ক করে ঘোষণা করা স্কোয়াডে ছিলেন দুই নতুন মুখ জোনাথন গার্থ ও কুর্তিস ক্যাম্ফার। কিন্তু স্টুয়ার্ট থম্পসন, শেন গেটকে স্কোয়াডের বাইরে রেখেছিলেন নির্বাচকরা। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ড সফরে যাচ্ছেন থম্পসন।


সূচি অনুযায়ী আগামী বুধবার সাউথ্যাম্পটনে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আইরিশদের। খেলোয়াড় স্বল্পতায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) হ্যাম্পশায়ার ক্রিকেট একাডেমির চার খেলোয়াড়কে আয়ারল্যান্ডের অনুশীলন ক্যাম্পে যোগ দেওয়ার ব্যবস্থা করেছে। কিন্তু ডেল চোট ও করোনাভাইরাস প্রোটকলের জন্য ছিটকে পড়েন।


promotional_ad

আর তাতেই কপাল খুলে যায় থম্পসনের। কোভিড-১৯ পরীক্ষায় উৎরে দলে যোগ দেন এই পেসার। আসন্ন সফরে ইংল্যান্ডের মাটিতে ৩টি ওয়ানডে খেলবে আইরিশরা। এই সিরিজ দিয়েই শুরু হতে যাচ্ছে আইসিসি ওয়ানডে সুপার লিগ। ৩০ জুলাই সাউদাম্পটনে হবে প্রথম ওয়ানডে। বাকি দুটি ম্যাচও এখানেই অনুষ্ঠিত হবে।


শনিবার ইংল্যান্ডের উদ্দেশ্যে ডাবলিন ছেড়েছেন আইরিশ ক্রিকেটাররা। ২২ জুলাই নিজেদের মধ্যে এক প্রস্তুতি ম্যাচ খেলবেন আইরিশরা। এরপর ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষেও খেলবে আরও একটি প্রস্তুতি ম্যাচে লড়বে বালবার্নিবাহিনী। 


আসন্ন সিরিজকে সামনে রেখে ২৪ সদস্যের অনুশীলন স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। চোটের কারণে এই স্কোয়াডের জন্য বিবেচনা করা হয়নি তিনজনকে। এরা হলেন ক্রিস জর্ডান (হাতের চোট), প্যাট ব্রাউন (পিঠের চোট) এবং ডেভিড মালান (হাঁটুর চোট)।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক বেন স্টোকস এবং সহ অধিনায়ক জস বাটলার এবং জফরা আর্চার, ক্রিস ওকস এবং মার্ক উড নেই এই ২৪ জনের স্কোয়াডে। টেস্টের ব্যস্ত সূচির কথা ভেবে ওয়ানডে সিরিজের জন্য বিশ্রাম দেয়া হয়েছে তাদের।

ইংল্যান্ড সফরের জন্য আয়ারল্যান্ড স্কোয়াডঃ অ্যান্ডি বালবার্নি (অধিনায়ক), পল স্টারলিং, মার্ক অ্যাডায়ার, কুর্তিস ক্যাম্ফার, পিটার চেজ, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, জোনাথন গার্থ, টাইরোন কেন, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রাইন, ব্যারি ম্যাককার্থি, জেমস ম্যাককুলাম, কেভিন ও'ব্রায়েন, উইলিয়াম পোর্টারফিল্ড, বয়েড র‍্যানকিং, সিমি সিং, হ্যারি টেক্টর, লোরকান টাকার, গ্যারি উইলসন ও ক্রেইগ ইয়াং, স্টুয়ার্ট থম্পসন।


ইংল্যান্ডের ২৪ সদস্যের অনুশীলন স্কোয়াডঃ ইয়ন মরগান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো, টম ব্যান্টন, স্যাম বিলিংস (কেন্ট), হেনরি ব্রুকস, ব্রাইডন কার্স, টম কারান, লিয়াম ডওসন, বেন ডাকেট , লরি ইভান্স, রিচার্ড গ্লেসন, লুইস গ্রেগরি, স্যাম হেইন, টম হেলম, লিয়াম লিভিংস্টন , সাকিব মাহমুদ, ম্যাথিউ পার্কিনসন, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস ট্রপলি, জেমন্স ভিন্স, ডেভিড উইলি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball