promotional_ad

বাকনরকে ক্ষমা করছেন না ইরফান পাঠান

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০০৮ সালে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার সিডনি টেস্টে একাধিক ভুল সিদ্ধান্ত দেন স্টিভ বাকনর। এরপর স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের রোষানলে পড়েন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই আম্পায়ার।


সম্প্রতি অবশ্য সেই ভুল সিদ্ধান্তগুলোর জন্য ক্ষমাও চেয়েছেন বাকনর। কিন্তু এরপরেও যে তাঁকে সকলে ক্ষমা করে দিয়েছেন এমনটা নয়। তারই চাক্ষুষ উদাহরণ ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান।  এক যুগ আগের ভুল সিদ্ধান্তের জন্য বাকনরের তীব্র সমালোচনা করেছেন ইরফান। 


promotional_ad

একটি টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আপনি যতই ভুল স্বীকার করুন না কেন, যা হয়ে গিয়েছে, সেটি তো এখন আর বদলাবে না। আমরা টেস্ট ম্যাচ হেরে গিয়েছি। আমার মনে আছে, আমি প্রথম টেস্ট খেলেছিলাম অস্ট্রেলিয়ায়। ২০০৩ সালে অ্যাডিলেডে আমার অভিষেক হয়। আমরা ২১ বছর পরে অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ জিতি। তারপর শুধু আম্পায়ারের ভুলের জন্য একটি টেস্ট ম্যাচে হেরে যাই। এখন সেই আম্পায়ার যা-ই বলুন না কেন, কিছুই হবে না।’


সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে তিনবার আউট দেননি স্টিভ বাকনর। সেই ব্যাপার নিয়েও ক্ষোভ ঝেড়েছেন ইরফান। বাকনরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি আরো বলেন, 'সিডনিতে সেই টেস্ট ম্যাচে একটি নয়, সাতটি ভুল সিদ্ধান্তের জন্য আমাদের হারতে হয়। আমার মনে আছে, অ্যান্ড্রু সাইমন্ডস যখন ব্যাটিং করছিল, ও তিনবার প্রায় আউট হয়ে গিয়েছিল। কিন্তু আম্পায়ার কোনোবারই আউট দেননি।’


সিডনি টেস্টের স্মৃতিচারণা করতে গিয়ে কয়েকদিন আগে ভারতের একটি পত্রিকাকে বাকনর বলেছিলেন, '২০০৮ সালের সিডনি টেস্টে আমি দুটি ভুল করেছিলাম। প্রথম ভুল, ভারত যখন ভালো খেলছিল, আমার সৌজন্যে অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিল। দ্বিতীয় ভুলে পঞ্চম দিনে হয়তো ভারতকে খেসারত দিতে হয়েছিল ম্যাচ হেরে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball