বাকনরকে ক্ষমা করছেন না ইরফান পাঠান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০০৮ সালে অস্ট্রেলিয়া এবং ভারতের মধ্যকার সিডনি টেস্টে একাধিক ভুল সিদ্ধান্ত দেন স্টিভ বাকনর। এরপর স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের রোষানলে পড়েন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই আম্পায়ার।
সম্প্রতি অবশ্য সেই ভুল সিদ্ধান্তগুলোর জন্য ক্ষমাও চেয়েছেন বাকনর। কিন্তু এরপরেও যে তাঁকে সকলে ক্ষমা করে দিয়েছেন এমনটা নয়। তারই চাক্ষুষ উদাহরণ ভারতের সাবেক পেস বোলিং অলরাউন্ডার ইরফান পাঠান। এক যুগ আগের ভুল সিদ্ধান্তের জন্য বাকনরের তীব্র সমালোচনা করেছেন ইরফান।

একটি টেলিভিশন চ্যানেলে ক্রিকেট বিষয়ক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আপনি যতই ভুল স্বীকার করুন না কেন, যা হয়ে গিয়েছে, সেটি তো এখন আর বদলাবে না। আমরা টেস্ট ম্যাচ হেরে গিয়েছি। আমার মনে আছে, আমি প্রথম টেস্ট খেলেছিলাম অস্ট্রেলিয়ায়। ২০০৩ সালে অ্যাডিলেডে আমার অভিষেক হয়। আমরা ২১ বছর পরে অস্ট্রেলিয়ায় টেস্ট ম্যাচ জিতি। তারপর শুধু আম্পায়ারের ভুলের জন্য একটি টেস্ট ম্যাচে হেরে যাই। এখন সেই আম্পায়ার যা-ই বলুন না কেন, কিছুই হবে না।’
সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডসকে তিনবার আউট দেননি স্টিভ বাকনর। সেই ব্যাপার নিয়েও ক্ষোভ ঝেড়েছেন ইরফান। বাকনরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে তিনি আরো বলেন, 'সিডনিতে সেই টেস্ট ম্যাচে একটি নয়, সাতটি ভুল সিদ্ধান্তের জন্য আমাদের হারতে হয়। আমার মনে আছে, অ্যান্ড্রু সাইমন্ডস যখন ব্যাটিং করছিল, ও তিনবার প্রায় আউট হয়ে গিয়েছিল। কিন্তু আম্পায়ার কোনোবারই আউট দেননি।’
সিডনি টেস্টের স্মৃতিচারণা করতে গিয়ে কয়েকদিন আগে ভারতের একটি পত্রিকাকে বাকনর বলেছিলেন, '২০০৮ সালের সিডনি টেস্টে আমি দুটি ভুল করেছিলাম। প্রথম ভুল, ভারত যখন ভালো খেলছিল, আমার সৌজন্যে অস্ট্রেলিয়ার একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করেছিল। দ্বিতীয় ভুলে পঞ্চম দিনে হয়তো ভারতকে খেসারত দিতে হয়েছিল ম্যাচ হেরে।'