promotional_ad

ইচ্ছে করেই গতি কমিয়েছেন আর্চার!

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ক্যারিয়ারের শুরু থেকেই আগুনে গতি দিয়ে নজর কেড়েছেন জফরা আর্চার। ইংল্যান্ডের এই ক্যারিবিয়ান বংশোদ্ভূত পেসার প্রায় নিয়মিতই ৯০ মাইল কিংবা তার অধিক গতিতে বোলিং করেন।


গতির ঝড় তোলা সেই আর্চারকেই ভিন্ন রূপে দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে চলমান ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন। এদিন আর্চারের প্রায় প্রতিটি বলের গতিই ছিল ৯০ মাইলের নিচে! অথচ তাঁর চেয়েও বয়সে ৮ বছরের ছোট নাসিম শাহ বোলিং করেছেন অপেক্ষাকৃত বেশি গতিতে।


promotional_ad

সংবাদ সম্মেলনে অবশ্য এর একটি ব্যাখ্যা দিয়েছেন আর্চার। পাকিস্তানের তরুণ পেসার নাসিমের গতি নিয়ে খুব একটা মাথাও ঘামাচ্ছেন না তিনি। মূলত উইকেটের কথা বিবেচনা করেই নাকি বোলিংয়ের গতি কমানোর সিদ্ধান্ত নেন আর্চার।


দ্বিতীয় দিন শেষে তিনি বলেন, ‘ওটা (গতি কমানো)  ইচ্ছা করেই করেছি। প্রতিদিনই তো আর কেউ ৯০ মাইল গতিতে বল করবে না! আর এটা এমন উইকেট নয় যেখানে আপনি গতি বাড়াতে ঝাঁপিয়ে পড়বেন। দ্বিতীয় দিনেই উইকেটে স্পিন ধরেছে, এটাই অনেক কিছু বলে।’


নাসিম শাহর গতি নিয়ে উপরে উপরে ভাবলেশহীন থাকলেও কথার ছলে অনেকটা প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন আর্চার। ম্যাচ আরো সামনে গড়ালে কতটা গতি ধরে রাখতে পারেন এই তরুণ সেটি দেখতে মুখিয়ে আছেন তিনি।


আর্চার বলেন,'শাহ ঘণ্টায় ৯০ মাইল গতিতে বল করছে, সেটা দেখেছি। দেখা যাক কাল (আজ) সকালে বা বিকালে ও কেমন গতিতে বল করে! কেউ তো আর রোবট নয়। আমি দেখতে চাই ম্যাচ আরও গড়ালে ও কী করতে পারে।’


স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের দ্বিতীয় দিন শেষে সুবিধাজনক অবস্থানে রয়েছে পাকিস্তান। প্রথম ইনিংসে শান মাসুদের দেড়শ রানের ইনিংসের সুবাদে ৩২৬ রান সংগ্রহ করে তারা। এরপর ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ৯২ রান নিয়ে দিন শেষ করে ইংল্যান্ড।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball