ঘাস খেয়ে থাকবেন শোয়েব
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার এবং বিতর্ক যেন মূদ্রার এপিঠ আর ওপিঠ। প্রতিদিনকার রুটিনে তার যেন একটি নির্ধারিত কাজ হয়ে গেছে বিতর্কিত মন্তব্য করা। ক্রিকেট থেকে শুরু করে রাজনীতি সকল ক্ষেত্রেই তার মন্তব্য করা যেন বাধ্যতামূলক।
এবারে কিংবদন্তি এই পেসার নজর দিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর দিকে। সামরিক বাহিনীর শক্তি বাড়াতে দিচ্ছেন নানা পরামর্শ। এমনকি বাহিনীর জন্য অর্থ সংস্থান করতে নিজে ঘাস খেয়ে টাকা জমিয়ে সেখান থেকে অর্থ সংস্থানের ঘোষণা দেন তিনি।

সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে শোয়েব এমনটাই জানান।
শোয়েব বলেন, 'আল্লাহ যদি আমাকে ক্ষমতা দেন, তাহলে দরকার হলে ঘাস খেয়ে বেঁচে থাকব কিন্তু আর্মির জন্য বাজেট বাড়াব। আমি আর্মির প্রধানকে বলবো আমার সঙ্গে বসে কথা বলুন। তারপর সিদ্ধান্ত নিন। যদি বাজেট ২০ শতাংশ দেওয়া হয়, তাহলে আমি সেটা বাড়িয়ে ৬০ ভাগ করে দেব। একে অপরকে অপমান করলে, শুধু নিজেদেরই ক্ষতি।'
সেই সঙ্গে তিনি উদাহরণ টানেন নিজের দেশপ্রেমের। ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে অংশ নিতে কাউন্টি ক্রিকেটের প্রায় দুই লাখ পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি। দেশের জন্য এখনও জীবন দিতে প্রস্তুত রয়েছেন শোয়েব।
৪৪ বছর বয়সী সাবেক এই ক্রিকেটার এ প্রসঙ্গে বলেন, 'নটিংহামের সঙ্গে আমার ১ লাখ ৭৫ হাজার পাউন্ডের চুক্তি হয়েছিল। ২০০২ সালেও বড় এক চুক্তি হয়েছিল। কারগিলের সে ঘটনার পর দুটোই ফিরিয়ে দিয়েছি। আমি লাহোরের সীমানায় ছিলাম।'
'এক জেনারেল আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি সেখানে কী করছি। আমি বললাম, যুদ্ধ শুরু হতে যাচ্ছে এবং মরলে একসঙ্গেই মরব। আমি এভাবে কাউন্টি ক্রিকেটকে ফেলে এসেছি বলে ওরা বেশ অবাক হয়েছিল। আমি তা নিয়ে ভাবতে চাইনি। আমি কাশ্মীরে থাকা বন্ধুদের ডাক দিয়ে বলেছি, আমি লড়াই করতে চাই।'