কোচের ভূমিকায় আসছেন শোয়েব!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিছু দিন আগে পাকিস্তান ক্রিকেটে বিদেশিদের না এনে দেশের সাবেক তারকাদের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়ে প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর ক্ষোভ প্রকাশ করেন তার সতীর্থ জাভেদ মিয়াঁদাদ। মিয়াঁদাদের ক্ষোভে ফেটে পড়ার কারণে যেন নড়েচড়ে বসল পিসিবি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের হাই পারফরম্যান্স দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছে কিংবদন্তি গতিতারকা শোয়েব আখতারকে। সম্প্রতি স্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি জানানো হয়।

জাতীয় দলে যোগদানের আগের ধাপের ক্রিকেটারদের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক এই গততারকা। অর্থাৎ দেশটির জাতীয় দলের ভবিষ্যৎ পেস কান্ডারিদের দায়িত্ব তুলে দেয়া হচ্ছে তার হাতে।
দ্য নিউজের সূত্রের বরাত দিয়ে জিও সুপারের খবরে বলা হয়েছে, সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ এবং অলরাউন্ডার আবদুর রাজ্জাককেও নিয়োগ দিতে যাচ্ছে লাগাবে পিসিবি। তবে রাজ্জাক-ইউসুফের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি।
এদিকে ইউসুফ ইতোমধ্যে নিশ্চিত করেছেন যে তিনি কোচিংয়ের জন্য একটি প্রস্তাব পেয়েছেন এবং তিনি আনন্দের সঙ্গে সেই প্রস্তাবে সম্মতি প্রদান করেছেন।
ধারণা করা হচ্ছে কিছুদিনের ভেতরই আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যাবে তাদের নিয়োগের ব্যাপারে।