ক্যারিয়ার সেরা র্যাংকিংয়ে বাবর আজম

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার সাউদাম্পটন টেস্ট শেষে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে বাবর আজমের। প্রথম ইনিংসে ৪৭ রান করা পাকিস্তানের এই ক্রিকেটার টেস্ট ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে পাঁচ নম্বরে উঠে এসেছেন। এখন পর্যন্ত এটাই বাবরের ক্যারিয়ার সেরা র্যাংকিং।
আইসিসিরর সর্বশেষ প্রকাশিত র্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের আরও দুই ব্যাটসম্যান আবিদ আলী এবং মোহাম্মদ রিজওয়ানেরও। সাউদাম্পটন টেস্টে ৬০ রানের ইনিংস খেলা আবিদ ১৯ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৪৯তম স্থানে এবং ৭২ রান করা উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ১৯ ধাপ এগিয়ে ৭৫তম স্থানে জায়গা করে নিয়েছেন।

ইংল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে ৫৩ রানের ইনিংস খেলা জ্যাক ক্রলি ক্যারিয়ার সেরা র্যাংকিং ৮১ তে উঠে এসেছেন। এছাড়াও বেন স্টোকস এবং অধিনায়ক জো রুট যথাক্রমে সাত এবং নয় নম্বর জায়গা ফিরে পেয়েছেন।
এদিকে টেস্ট বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন এবং পাকিস্তানের মোহাম্মদ আব্বাসের। প্রথম ইনিংসে ৫৬ রান খরচায় ৪ উইকেট শিকার করা ব্রড এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন।
অপরদিকে ৬০ রানে ৩ উইকেট নেয়া অ্যান্ডারসন দুই ধাপ এগিয়ে ১৪ নম্বরে জায়গা করে নিয়েছেন। ইংল্যান্ডের বিপক্ষে ২৮ রানে ২ উইকেট নেয়া পাকিস্তান পেসার আব্বাস দুই ধাপ উন্নতি করেছেন টেস্ট বোলারদের র্যাংকিংয়ে। বর্তমানে তাঁর অবস্থান আট নম্বরে।