কাউকে আহত করলে খারাপ লাগতো: শোয়েব আখতার

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
একটা সময় ক্রিকেট বিশ্বের তাবৎ ব্যাটসম্যানদের ত্রাস ছিলেন শোয়েব আখতার। তাঁর আগুনে বোলিংয়ের সামনে রীতিমত গলদঘর্ম হতেন অনেক বাঘা বাঘা ক্রিকেটাররা। পাকিস্তানের এই গতি তারকার বলে কতজন ব্যাটসম্যান যে আহত হয়েছেন তার ইয়ত্তা নেই।
তবে ব্যক্তিগতভাবে প্রতিপক্ষকে আঘাত করার কোনো উদ্দেশ্য কিংবা চাওয়া কোনোটাই ছিল না শোয়েবের। বরং তাঁর বলে কেউ চোট পেলে নিজেরই বেশ খারাপ লাগতো। সম্প্রতি ইউটিউব শো ‘ক্রিক কাস্টে এসব কথা নিজেই স্বীকার করেছেন সাবেক এই তারকা পেসার।এই প্রসঙ্গে সাবেক ইংলিশ ক্রিকেটার ম্যাথু মেইনার্ডের সঙ্গে নিজের একটি ঘটনা তুলে ধরেন শোয়েব।

তিনি বলেন, ‘ম্যাথু মেইনার্ডের একটি ঘটনা মনে আছে আমার। প্রায় সন্ধ্যা ঘনিয়ে এসেছিল। তেমন আলোও ছিল না। তো আমি তাকে বললাম- চলো খেলা বন্ধ করে ড্রেসিংরুমে ফিরে যাই। এই সময়ে আমার পেস মোকাবিলা তোমার জন্য অস্বস্তিকর হতে পারে। তুমি চাইলে আমরা খেলা বন্ধ করতে পারি। কিন্তু সে বললো- চলো, খেলা যাক। আমি দ্রুতগতিতে একটা বাউন্সার মারলাম। বাউন্সারটা তার মুখে আঘাত হানে। সে উইকেটের ওপর লুটিয়ে পড়ে। ভেবেছিলাম, ছেলেটা বুঝি মারা গেছে। সে ব্যথায় কাতরাচ্ছিল। আমার খারাপ লাগছিল। যখনই কাউকে আঘাত করতাম খারাপ লাগতো আমার।’
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের ব্যাটসম্যানদেরকেও আহত করার রেকর্ড আছে শোয়েবের। উস্টারশায়ারের হয়ে খেলার সময় বেশ কয়েকজনকে আহত করেন তিনি। সেই অভিজ্ঞতাও দীর্ঘ দিন পর তুলে ধরেছেন ৪৫ বছর বয়সী এই ডানহাতি পেসার।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব বলেন, ‘উস্টারশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলার সময় আমি বেশ কয়েকজন ব্যাটসম্যানকে আহত করেছি। তারা আহত হওয়ার পর মনে হতো- হায় আল্লাহ আমি ভুল কিছু করে ফেলেছি। কেন এমনটা মনে হতো কারণটা কখনো উদঘাটন করতে পারিনি।'