বোলিংয়ে সর্বকালের সেরা অ্যান্ডারসন!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউদ্যাম্পটন টেস্টের তৃতীয় দিনই অ্যান্ডারসন ছুঁয়ে ফেলতে পারতেন ৬০০ উইকেটের মাইলফলক। কিন্তু সতীর্থদের ক্যাচ মিসের মহড়ায় ৫৯৮ উইকেট নিয়ে দিন শেষ করেন এই পেসার। অপেক্ষা আর মাত্র ২ উইকেটের, যা ৩৮ বছর বয়সী এই পেসারকে নিয়ে যাবে আরও উচ্চতায়।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম পেস বোলার হিসেবে ৬০০ উইকেটের মালিক হবেন অ্যান্ডারসন। তবে সাউদ্যাম্পটনের আবহাওয়া অপেক্ষা বাড়াতে পারে তার। কারণ চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি।

অপেক্ষায় থেকে অ্যান্ডারসন দিন শেষ করলেও, সতীর্থদের চোখে তিনি পৌঁছে গেছেন সর্বকালের সেরাদের স্থানে। ডম বেসের মনে করছেন, বোলিংয়ে সর্বকালের সেরা বনে গেছেন এই পেসার।
তৃতীয় দিন সংবাদ সম্মেলনে এসে এ কথা বলেন এই স্পিনার। বেস বলেন, 'বোলিংয়ে সর্বকালের সেরা সে এবং ইংল্যান্ডের শ্রেষ্ঠ। পয়েন্ট দাঁড়িয়ে থেকে দেখতে দারুণ লাগছিলো যে সে কিভাবে ধারাবাহিকভাবে উইকেটগুলো নিচ্ছিলো'
'সম্প্রতি তার অবসর সংক্রান্ত অনেক আলাপ আলোচনাও হয়েছে। এরপর সে বোলিং দিয়ে সব কিছু যেভাবে উড়িয়ে দিল, এটাই তা প্রমাণ করে সে কতোটা ভালো মানের একজন বোলার' আরও যোগ করেন ২২ বছর বয়সী এই স্পিনার।
রবিবার পাকিস্তানের প্রথম ইনিংসে ৫ উইকেট শিকার করে আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন অ্যান্ডারসন। ২৯তম বার ৫ উইকেট নিয়ে গ্লেন ম্যাকগ্রাকে স্পর্শ করেছেন এই ইংলিশম্যান। টেস্টে এই রেকর্ডে পেসারদের মধ্যে তারা এখন যৌথভাবে দ্বিতীয়। ৩৬ বার ৫ উইকেট নিয়ে পেসারদের সবার ওপরে নিউ জিল্যান্ডের কিংবদন্তি স্যার রিচার্ড হ্যাডলি।