এবার টি-টোয়েন্টির লড়াইয়ে নামছে ইংল্যান্ড-পাকিস্তান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচের টেস্ট সিরিজ শেষে এবার টি-টোয়েন্টির লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড এবং পাকিস্তান। শুক্রবার (২৮ আগস্ট) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মাঠে নামবে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়।
এই সিরিজকে সামনে রেখে অপেক্ষাকৃত কম অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট। আর সেকারণেই বিশ্রামে রাখা হয়েছে বেন স্টোকস এবং জফরা আর্চারদের মতো তারকাদের। প্রথম টি-টোয়েন্টির একাদশে নির্বাচকদের পছন্দের তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি পেসার ক্রিস জর্ডানের।
এছাড়া ৩৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ডেভিড মালানের উপরও ভরসা রাখতে পারেন নির্বাচকেরা। আয়ারল্যান্ডের বিপক্ষে গত ওয়ানডে সিরিজের আগে কাফ ইনজুরিতে পড়েন মালান। এরপর ইনজুরি থেকে ফিরে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন তিনি।
বব উইলস ট্রফিতে ইয়র্কশায়ারের হয়ে ২১৯ রানের অনবদ্য ইনিংস এই বাঁহাতি ব্যাটসম্যান। এবার পাকিস্তান সিরিজ দিয়ে আবারো এই ফরম্যাটে প্রত্যাবর্তন ঘটতে পারে তাঁর। অপরদিকে দেশের হয়ে চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি খেলেন পেসার জর্ডান।

গত জুলাইয়ে কনুইয়ের অস্ত্রোপচার হওয়ার পর এরই মধ্যে সুস্থ হয়ে উঠেছেন তিনি। ফলে বৃহস্পতিবারের ম্যাচটিতে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া ডেভিড উইলি এবং জর্ডানের সঙ্গে তিন নম্বর পেসার হিসেবে একাদশে থাকতে পারেন সাকিব মাহমুদ কিংবা টম কারান।
তবে এই ম্যাচে সাইড স্ট্রেইনের ইনজুরির কারণে খেলা হচ্ছে না ওপেনার জেসন রয়ের। বুধবার অনুশীলনের সময় এই ইনজুরিতে পড়েন হার্ডহিটার এই ব্যাটসম্যান। রয় না থাকায় প্রথম টি-টোয়েন্টিতে জনি বেয়ারস্টোর সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে ২১ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান টম ব্যান্টনকে।
এদিকে অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের সংমিশ্রণে একাদশ গঠন করার সম্ভাবনা রয়েছে ইংল্যান্ডের প্রতিপক্ষ পাকিস্তানের। নতুন দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক বাবর আজমের সঙ্গে ওপেনার হিসেবে খেলতে নামতে পারেন ফখর জামান।
মিডল অর্ডারের দায়িত্ব সামলাতে যথারীতি থাকবেন সিনিয়র ক্রিকেটার শোয়েব মালিক। তবে আরেক সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ থাকবেন কিনা সেটি এখনও নিশ্চিত নয়। তাঁর পরিবর্তে ১৯ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান হায়দার আলীর প্রতি ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।
এছাড়া সাবেক অধিনায়ক সরফরাজ আহেমদের বদলে মোহাম্মদ রিজওয়ানকে সুযোগ দেয়া হতে পারে এই ম্যাচে। পেস আক্রমণ সামলানোর দায়িত্বে থাকার সম্ভাবনা রয়েছে শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির এবং ওয়াহাব রিয়াজের।
ইংল্যান্ড একাদশ (সম্ভাব্য)-
জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), টম ব্যান্টন, জো ডেনলি, ডেভিড মালান, ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, মঈন আলী, ডেভিড উইলি, আদিল রশিদ, ক্রিস জর্ডান, টম কারান/ সাকিব মাহমুদ।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য)-
বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইমাদ ওয়াসিম, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, ওয়াহাব রিয়াজ।