'অ্যান্ডারসন সর্বকালের সেরা পেসার'

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম ফাস্ট বোলার হিসেবে ৬০০ উইকেটের ক্লাবে প্রবেশ করেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। এই অসামান্য কীর্তির কারণে অ্যান্ডারসনকে 'সর্বকালের সেরা পেসার" হিসেবে আখ্যায়িত করলেন তারই সাবেক সতীর্থ মন্টি পানেসার।
সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন সাবেক এই স্পিনার।

পানেসার বলেন, 'জেমস অ্যান্ডারসন দুর্দান্ত খেলেছে। ইনজুরিকে সে সবসময়ই এড়িয়ে চলেছে এবং তার ভেতর উইকেট শিকারের একটা ক্ষুধা রয়েছে। এসকল কারণে এখন পর্যন্ত সর্বকালের সেরা ফাস্ট বোলার।'
'ইংল্যান্ড দল হয়তো ভাবছে কত লম্বা সময় পর্যন্ত তাকে দলে রাখা যায়। ইংল্যান্ডের মাটিতে তার দুর্দান্ত সব রেকর্ড রয়েছে। এই ৩৬ বছর বয়সে এসেও তার গড় ২১ এর কাছাকাছি।'
সেই সঙ্গে সদ্য শেষ হওয়া টেস্ট সিরিজে পাকিস্তানের খেলা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, 'টেস্ট ম্যাচ কীভাবে জিততে হয় তা বোঝার জন্য পাকিস্তান দলটি খুবই অনভিজ্ঞ। তারা তাদের জয়ের পর্যায়ে নিয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত কিভাবে সেটি ছিনিয়ে আনতে হবে সে সম্পর্কে তারা অজ্ঞ।'
'তাদের দেখলে বোঝা যায় তারা বিশ্বের সেরা দল হতে চায়। মিসবাহ উল হক, ইউনিস খান এবং মোশতাক আহমেদের নেতৃত্বাধীন এই নতুন দলটি সেখানে থেকে বের হয়ে তৃতীয় টেস্টে তাদের নিজেদের পন্থায় দর্প প্রদর্শন করেছে। এই বিষয়টি আগের পাকিস্তান দলের ছিল না।'