মরগান-মালান ঝড়ে পাত্তাই পেল না পাকিস্তান

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৬ রানের বিশাল লক্ষ্য দাঁড়া করিয়েছিল সফরকারী পাকিস্তান। কিন্তু ডেভিড মালান এবং ইয়ন মরগানের ঝড়ো ব্যাটিংয়ে এই লক্ষ্যও মামুলি হয়ে দাঁড়ায় ইংলিশদের জন্য। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে এই দুই ব্যাটসম্যানের জোড়া হাফসেঞ্চুরিতে ৫ বল বাকি থাকতে ৫ উইকেটের সহজ নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।পাকিস্তানের বিপক্ষে এটিই কোন দেশের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
এদিন ব্যাট হাতে মাত্র ৩৩ বলে ৬৬ রানের একটি বিস্ফোরক ইনিংস খেলেন ইংল্যান্ড দলপতি মরগান। এই ইনিংস খেলার পথে ৪টি ছক্কা এবং ৬টি চার মারেন তিনি। অপরদিকে ৩৬ বলে অপরাজিত ৫৪ রান নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন বাঁহাতি ব্যাটসম্যান মালান। একটি ছক্কা এবং ৬টি চার আসে তাঁর ব্যাট থেকে। এছাড়া ওপেনার জনি বেয়ারস্টো খেলেন ২টি ছক্কা এবং ৪টি চারের সাহায্যে ২৪ বলে ৪৪ রানের ইনিংস।
ইংলিশ ব্যাটসম্যানদের তান্ডবের মুখে লেগ স্পিনার সাদাব খান এবং ডানহাতি পেসার হারিস রউফ ছাড়া খুব একটা সুবিধা করতে পারেননি পাকিস্তানের আর কোনো বোলার। ৪ ওভারে ৩৪ রান খরচায় ৩ উইকেট শিকার করেন সাদাব। এছাড়া ৩৪ রানে ২ উইকেট নেন রউফ।

এর আগে ম্যাচটির শুরুতে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান ইংল্যান্ড দলপতি ইয়ন মরগান। এরপর খেলতে নেমে বাবর আজম এবং মোহাম্মদ হাফিজের দুর্দান্ত ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান সংগ্রহ করে পাকিস্তান।
মাত্র ৩৬ বলে ৪ ছক্কা এবং ৫ চারের সাহায্যে ৬৯ রানের অনবদ্য ইনিংস উপহার দেন অভিজ্ঞ ব্যাটসম্যান হাফিজ। আর অধিনায়ক বাবর ৪৪ বলে ৫৬ রান করেন। তাঁর ব্যাট থেকে আসে ৭টি চার। এছাড়া ২২ বলে ৩৬ রান করেন আরেক ওপেনার ফখর জামান। ইংল্যান্ডের হয়ে ৩২ রানে ২ উইকেট নেন স্পিনার আদিল রশিদ। আর একটি করে উইকেট পান ক্রিস জর্ডান ও টম কারান।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১৯৫/৪ (২০ ওভার) (হাফিজ ৬৯, বাবর ৫৬; রশিদ ২/৩২, জর্ডান ১/৪১)
ইংল্যান্ডঃ ১৯৯/৫ (১৯.১ ওভার) (মরগান ৬৬, মালান ৫৪*; সাদাব ৩/৩৪, রউফ ২/৩৪)