মিসবাহর ‘হতাশায়’ ক্ষোভ ঝাড়লেন ইনজামাম

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলার সময় ড্রেসিং রুমে বসে হতাশায় মাথায় হাত দেন পাকিস্তানের কোচ মিসবাহ উল হক। ইংল্যান্ডের ইনিংসের পাঁচ নম্বর ওভার চলার সময় (পাওয়ার প্লে চলাকালীন) পাকিস্তানি বোলারদের মার খেতে দেখে হতাশার বহিঃপ্রকাশ করেন মিসবাহ। এতে ক্ষোভ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ইনজামাম উল হক।
পাকিস্তানের সাবেক নির্বাচক ইনজামামের মতে, অসময়ে হতাশা প্রকাশ করে দলের মনোবল ভেঙে দিয়েছেন কোচ মিসবাহ নিজেই!

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, 'যখন ইংল্যান্ডের ইনিংসের পাঁচ নম্বর ওভার চলে, যখন পাওয়ার প্লে তে পাকিস্তান ৪০-৪৫ রান দিয়ে দিয়েছে, তখন ক্যামেরাতে মিসবাহকে দেখা যায়। সে তার মাথায় হাত দিয়ে বসে ছিল। বোঝাই যাচ্ছিলো খারাপ কিছু হয়েছে দলের সঙ্গে!
তখনও কিন্তু ইংল্যান্ডের ১৫৫-১৬০ রানের মতো দরকার ছিল। যেকোনো দল জিততে পারত। কিন্তু আপনি এমন করার মাধ্যমে দলকে একটি ভুল বার্তা পাঠিয়েছেন, যে দল ভালো করতে পারছে না। ম্যাচের পর এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা যায়। ম্যাচের সময় যদি আপনি এমন প্রতিক্রিয়া দেখান, তাহলে দলের ওপর বাজে প্রভাব পড়ে।'
স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৯৬ রানের বিশাল লক্ষ্য দাঁড়া করিয়েছিল সফরকারী পাকিস্তান। কিন্তু ডেভিড মালান এবং ইয়ন মরগানের ঝড়ো ব্যাটিংয়ে এই লক্ষ্যও মামুলি হয়ে দাঁড়ায় ইংলিশদের জন্য।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে এই দুই ব্যাটসম্যানের জোড়া হাফসেঞ্চুরিতে ৫ বল বাকি থাকতে ৫ উইকেটের সহজ নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এই জয়ের ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।