অত্যধিক চাপে রয়েছেন মিসবাহ, মতামত মহসিনের

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
চলমান ইংল্যান্ড সফরে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি পাকিস্তান। তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ তে হারার পর টি-টোয়েন্টি সিরিজেও ১-০ ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা। দলের এহেন পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে মিসবাহ উল হকের ভূমিকা নিয়ে।
একাধারে পাকিস্তানের প্রধান নির্বাচক এবং প্রধান কোচের দায়িত্ব পালন করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ। দেশটির অনেক ক্রিকেট বোদ্ধাদের মতে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকার কারণে কোনো কাজই ঠিকমতো করতে পারছেন না মিসবাহ। সাবেক প্রধান কোচ এবং টেস্ট ব্যাটসম্যান মহসিন খানও রয়েছেন এই তালিকায়।

তিন ফরম্যাটের জন্য প্রধান কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে মিসবাহকে রাখার পক্ষপাতী নন মহসিন। তিনি বলেন, 'ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টির আগে অনেকের মতামত মিসবাহ একই সঙ্গে প্রধান কোচ এবং প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করতে পারবে না। তিন ফরম্যাটের জন্য এটি অনেক বড় চাপ।'
২০১১ সালে মিসবাহর মতোই অভিজ্ঞতার সম্মুখীন হন মহসিন। সেবার একই সঙ্গে প্রধান কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব দেয়া হয় তাঁকে। কিন্তু বোর্ডের কাছে একটি দায়িত্ব থেকে ইস্তফা দেয়ার আর্জি জানিয়েছিলেন ৪৮টি টেস্ট খেলা এই ব্যাটসম্যান।
সেই অভিজ্ঞতা থেকেই মহসিনের ভাষ্য, 'আমাকে ২০১১ সালে অন্তর্বর্তীকালীন কোচ থাকার সময় প্রধান নির্বাচকের দায়িত্ব দেয় বোর্ড। এরপর আমি বোর্ডের চেয়ারম্যান ইজাজ বাটকে বলেছিলাম প্রধান নির্বাচকের পদ থেকে আমাকে সরিয়ে দিতে। কারণ একই সঙ্গে দুটি দায়িত্ব পালন করা সম্ভব হতো না আমার।'