বাবরের চেয়েও হায়দার সেরা: শোয়েব

ছবি: ফাইল ফটো

|| ডেস্ক রিপোর্ট ||
সীমিত ওভারের ক্রিকেটে বাবর আজম থেকে হায়দার আলী দারুণ খেলেন- এমন মন্তব্য করেছেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার শোয়েব আখতার।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ রানে জিতেছে পাকিস্তান। ম্যাচে ৩৩ বলে ৫৪ রানের দারুণ একটি ইনিংস খেলেছেন হায়দার, যা মনে ধরেছে শোয়েবের।

অপরদিকে বাবর ইনিংসের সূচনা করতে নেমে করেন ১৮ বলে ২১ রান। শোয়েবের মতে ইনিংসের সূচনা করতে নামলে আরও আগ্রাসী খেলা উচিত বাবরের।
সেই তুলনায় বাবর থেকে ক্যারিয়ারের প্রথম টি-টোয়েন্টি খেলতে নামা হায়দারের ইনিংস বেশি ভালো লেগেছে শোয়েবের কাছে। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, 'দারুণ খেলেছো হায়দার আলী। তুমিই ভবিষ্যতের তারকা। আমাদের ঠিক এমন ক্রিকেটার গড়ে তোলা উচিত।
সাদা বলের ক্রিকেটে বাবর আজম থেকে হায়দার দারুণ খেলে, কেননা তার প্রতিভা আছে। আমার মনে হয় বাবর আজমের স্ট্রাইক রেট নিয়ে কাজ করা উচিত। যখন সে ব্যাটিং করতে নামে তখন তার কাছে আমরা দেড়শ'র বেশি স্ট্রাইক রেত চাই।'
এই ম্যাচ জিতে তিন ম্যাচ সিরিজে ১-১ সমতা এনেছে পাকিস্তান। ৫২ বলে অপরাজিত ৮৬ রান করেন পাকিস্তানের জয়ের মূল নায়ক মোহাম্মদ হাফিজ।