এক সিরিজ দিয়েই ১৫২ ধাপ এগোলেন ব্যান্টন

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন ওপেনার টম ব্যান্টন। প্রথম ম্যাচে ৪২ বলে ৭১ রান করার পর দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে যথাক্রমে ২০ ও ৪৬ রান করেন ২১ বছর বয়সী এই ইংলিশ ব্যাটসম্যান।
ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিংয়েও উন্নতি হয়েছে ব্যান্টনের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে ১৫২ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন তিনি।

ব্যান্টনের পাশাপাশি র্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজেরও। সিরিজে ১৫৫ রান সংগ্রহ করা হাফিজ ৬৮ থেকে উঠে এসেছেন ৪৪ নম্বরে।
তিন ম্যাচের সিরিজে ৮৪ রান করা ইংল্যান্ড টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড মালান এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ক্যারিয়ার সেরা ২২ নম্বরে উঠে এসেছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২৪ বলে ৪৪ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো।
এদিকে বোলারদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের লেগ স্পিনার সাদাব খান, পেসার শাহিন শাহ আফ্রিদি, ওয়াহাব রিয়াজ, হারিস রউফ এবং ইংল্যান্ডের টম কারানের। সিরিজে ৫ উইকেট শিকার করা সাদাব এক ধাপ এগিয়ে আট নম্বরে উঠে এসেছেন।
অপরদিকে শাহিন শাহ আফ্রিদি এবং টম কারান উভয়ই ২০ নম্বরে জায়গা করে নিয়েছেন। সিরিজে দুই উইকেট শিকার করা কারান সাত ধাপ এগিয়েছেন। আর এই সিরিজের পর শাহিন আফ্রিদি ১৪ ধাপ এগিয়েছেন। এছাড়াও ওয়াহাব রিয়াজ ১৮ ধাপ এগিয়ে ১০৭তম স্থানে জায়গা করে নিয়েছেন এবং হারিস রউফ ২৫ ধাপ এগিয়ে উঠে এসেছেন ১৫৭ নম্বরে।