promotional_ad

পাকিস্তান ঘুমন্ত দৈত্য!

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচেই হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হায়দার আলী। ভয়ডরহীন ব্যাটিং করে ৩৩ বলে ৫৪ রানের ইনিংস খেলেন ১৯ বছর বয়সী এই ক্রিকেটার। 


হায়দারের এমন ব্যাটিং নজর কেড়েছে অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারের। অভিষেক ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকানো এই তরুণে প্রশংস???য় ভাসিয়েছেন তিনি। বৃহস্পতিবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে হায়দারকে দুর্দান্ত বলে আখ্যায়িত করেছেন ল্যাঙ্গার।


promotional_ad

দ্বিতীয় টি-টোয়েন্টিতে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে ছিল পাকিস্তান। প্রথম ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়েছিল। ফলে এই ম্যাচ হারলে সিরিজ খোয়াতে হত বাবর আজমের দলকে। শেষ ম্যাচে পাকিস্তান যেভাবে জয় পেয়েছে তাতে, দলটিকে ঘুমন্ত দৌত্য উল্লেখ করেছেন ল্যাঙ্গার।


তিনি বলেন, আমরা সবসময় যেটা জানি, পাকিস্তান ঘুমন্ত দৈত্যের মত। তারা অনেক প্রতিভা পেয়েছে ভারতের মত, যা দেখাটা খুব আকর্ষণীয় ব্যাপার।


শেষ টি-টোয়েন্টিতে দুই ওপেনার বাবর আজম এবং ফখর জামানকে শুরুতে হারলেও মোহাম্মদ হাফিজ ও হায়দার আলির জুটিতে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। দুজন মিলে যোগ করেন ১০০ রান। হায়দার ৫৪ করে ফিরলেও, হাফিজ অপরাজিত থাকেন ৮৬ রানে। 


এই দুজনের জুটিতে বোঝাপড়ার কোন ঘাটতি ছিলনা। অথচ দুজনের বয়সের ব্যবধান দ্বিগুণ। ল্যাঙ্গার বলছেন তারও এমন অভিজ্ঞতা হয়েছে। তিনি বলেন, 'শন মার্শের সাথে আমার এমন অভিজ্ঞতা ছিল। তার জন্মের পর থেকেই আমি তাকে চিনি। জেফ মার্শ ও মিশেল (শন মার্শের বাবা-মা) তারা আমার বন্ধু। জেফ আমার প্রথম অধিনায়ক ছিল।'


'শন মার্শ যখন ১৭-১৮ বছর বয়সী তখন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে একসাথে খেলেছি। পাকিস্তানের সর্বশেষ ম্যাচে যে অভিজ্ঞতা হয়েছে তা আমি বুঝতে পারি। দেখতে ভালো লাগে এমন তরুণরা আসছে এবং খেলছে। সে (হায়দার আলি) তার আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়েছে, এটা দেখাটা অসাধারণ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball