promotional_ad

টেস্ট ক্রিকেটে এক ব্র্যান্ডের বল ব্যবহারের প্রস্তাব ওয়াকারের

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কোকাবুরা, এসজি, ডিউক। ক্রিকেটের বলের তিনটি প্রতিষ্ঠান। একের দেশের টেস্ট ক্রিকেট খেলা হয় একেক বল দিয়ে। কেউ ব্যবহার করেন ডিউক, কেউবা এসজি আবার কেউবা কোকাবুরা। এই তিন ধরণের বলে রয়েছে বিস্তর ফারাক। যার জন্য প্রায়শই সমস্যায় পড়তে হয় পেসারদের।


এই সমস্যা সমাধানের একতি উপায় বাৎলে দিয়েছেন সাবেক পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনুস। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)কাছে প্রস্তাব দিয়েছেন যে কোনো একটি বলের ব্র্যান্ডকে সর্বজনিন করে দিয়ে। সব দেশে সেই ব্র্যান্ডের বল দিয়েই খেলা হবে। তাহলে আর বিপাকে পড়তে হবে না বোলারদের।


promotional_ad

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওয়েবসাইটে এমনটাই লিখেন ওয়াকার।


সাবেক এই পাকিস্তানি বোলার বলেন, 'আমি অনেক বছর ধরেই ডিউক বলের বড় সমর্থক, তবে আমি মনে করি, এক ব্র্যান্ডের বল দিয়েই সব দেশে টেস্ট ম্যাচ হওয়া উচিত। যে ব্র্যান্ডের বলই হোক, আইসিসির উচিত সিদ্ধান্তটি নেওয়া। একেক দেশে গেলে একেক ধরনের বল দিয়ে খেলতে হয়, বোলারদের জন্য মানিয়ে নেওয়া খুব কঠিন।'


এসময় সদ্য শেষ হওয়া পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'সাম্প্রতিক টেস্ট সিরিজে দুই দলের জন্যই একটি বড় চ্যালেঞ্জ ছিল লালার ব্যবহার নিষিদ্ধ হওয়া। তবে ইংল্যান্ডে আবহাওয়ার কারণে সেটি খুব বড় সমস্যা হয়ে ওঠেনি।।'


'পিচগুলি যদিও শুষ্ক ছিল, তবে বাতাসে আর্দ্রতা ছিল প্রচুরে এবং মাঠও ছিল সজীব। বল ভালো অবস্থায় রাখতে তাই অসুবিধা হয়নি। কিন্তু অন্য সব জায়গায় বল ভালো অবস্থায় রাখা কঠিন চ্যালেঞ্জ।'


টেস্ট ম্যাচে স্থানভেদে বল পরিবর্তিত হয় বিশ্ব। সাধারণত ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড এসকল দেশে খেলা হয় ডিউক দিয়ে। ভারতে টেস্ট খেলা হয় এসজির বল দিয়ে। অস্ট্রেলিয়াসহ বেশ কিছু দেশ খেলা কোকাবুরা দিয়ে। আর বাংলাদেশ খেলে প্রতিপক্ষ বুঝে। কখনও কোকাবুরা, আবার কখনওবা এসজি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball