promotional_ad

চলতি মাসেই পাকিস্তানে ফিরছে ঘরোয়া ক্রিকেট

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মাঝেই ইংল্যান্ড সফরে গিয়েছিল পাকিস্তান।সফরে তিনটি টেস্ট এবং তিনটি টি-টোয়েন্টি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে মিসবাহ উল হকের শিষ্যরা। আন্তর্জাতিক ক্রিকেটের পর এবার ঘরোয়া ক্রিকেটও ফিরতে যাচ্ছে দেশটিতে।


মহামারির ধকল সামলানোর মধ্যেই তিন সংস্করণের ঘরোয়া ক্রিকেট চালু করার সূচি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডও (পিসিবি)। শুক্রবার পিসিবি জানায়, ২০২০-২১ মৌসুমের জাতীয় টি-২০ কাপ, ওয়ানডে কাপ ও প্রথম শ্রেণীর আসর শুরু হবে ধাপে ধাপে।


৩০ সেপ্টেম্বর থেকে টি-২০ আসর দিয়েই শুরু হবে তাদের ঘরোয়া মৌসুম। মুলতান ও রাওয়ালপিন্ডিতে যা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। লাহোর, মুরিদেক ও শেখপুরায় অনূর্ধ্ব-১৯ পর্যায়ের ওয়ানডে টুর্নামেন্ট হবে। ১৩ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।


promotional_ad

এর আগে করোনাভাইরাসের কারণে পাকিস্তান সুপার লিগের সেমিফাইনাল ও ফাইনাল মাঠে গড়ানোর আগে স্থগিত হয়ে গেছিল। নভেম্বরে তা শেষ করার সূচি কয়েকদিন আগেই দিয়েছিল পিসিবি। সেই সঙ্গে পিএসএলের নতুন আসরের সময়সূচীও জানিয়ে দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।


জানুয়ারিতে পাকিস্তান ওয়ানডে কাপ শেষ হওয়ার পরই শুরু হবে পিএসএলের নতুন আসর। পাকিস্তানের প্রথম শ্রেণীর নতুন মৌসুম শুরু হবে নভেম্বরে। চারদিনের আসরের শুরুর তারিখ ধরা হয়েছে ২৫ অক্টোবর। টুর্নামেন্টটির পাঁচ দিনের ফাইনাল ম্যাচ হবে ১ জানুয়ারি।


করোনায় ভ্রমণ সীমাবদ্ধতা থাকায় এবার কায়েদ-ই আজম ট্রফির পুরো আসরই হবে করাচিতে। পিসিবির এইচপি ইউনিটের পরিচালক নাদিম খান জানিয়েছেন, করোনার সময় এমন প্রতিকূল অবস্থায় দেশের ক্রিকেট ফেরাতে পেরে স্বস্তিতে তারা।


নাদিম খান বলেন, ‘কোভিড-১৯ এর কারণে তৈরি হওয়া অনিশ্চিত পরিস্থিতির মধ্যেও আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমরা আমাদের ঘরোয়া ক্রিকেটের জন্য সময় বের করতে পেরেছি। এটা খুব চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমাদের ঘরোয়া ক্রিকেটের মান ধরে রাখতে ভীষণ দরকারিও ছিল।’


‘খেলার সংখ্যা বেড়ে যাওয়া নতুন মেধাবি খেলোয়াড়দের জন্য কেবল নিজেদের চেনানোর সুযোগই না, আয়েরও নিশ্চয়তা দিবে। ঘরোয়া ক্রিকেট ফেরাতে যেটা আমরা সবচেয়ে গুরুত্ব দিয়েছি’ আরও যোগ করেন তিনি।


করোনাভাইরাসে পাকিস্তানে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৭ হাজার ৫১২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৩৫ জনের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball