ইউনিস খানকে পূর্ণাঙ্গ মেয়াদে চান বাবর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড সিরিজের আগে পাকিস্তান জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান ইউনিস খান। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাকে দলের দায়িত্ব তুলে দিয়েছিলেন ইংল্যান্ড সফরের জন্য। তবে ব্যাটিং কোচের ভূমিকায় সাবেক এই তারকা খেলোয়াড়কেই দেখতে চান বর্তমান অধিনায়ক বাবর আজম।
বাবরের মতে ইউনিস খান ব্যাটিং পরামর্শক হিসেবে যোগদানের পর তার বেশ উপকৃত হয়েছেন পাকিস্তানি ব্যাটসম্যানরা। অনেক কিছু শিখেছেন তার কাছ থেকে।

পাকিস্তানি অধিনায়ক বলেন, 'ড্রেসিংরুমে ইউনিস ভাইয়ের উপস্থিতি আমাদের অনেক সহায়তা করেছিল। আমরা আমাদের সাধ্যমতো তার থেকে শিক্ষা লাভ করার চেষ্টা করেছি। আমি তাকে আরও দীর্ঘ সময় দলের ব্যাটিং কোচ হিসাবে দেখতে চাই।'
ইউনিস খানেরও প্রবল ইচ্ছা রয়েছে কোচ হিসেবে কাজ চালিয়ে যাওয়ার। তিনি বলেন, 'সুযোগ পেলে আমি দলের ব্যাটিং কোচ হিসাবে চালিয়ে যেতে চাই।'
এর আগে ইংল্যান্ড সিরিজকে সামনে রেখে জুন মাসের ৮ তারিখে পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেইয়া হয়েছিল ইউনিস খানকে। সদ্য শেষ হওয়া ইংল্যান্ড সফরে টেস্ট সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে সমতা নিয়ে সিরিজ শেষ করে???ে পাকিস্তান।