করোনা পরীক্ষার খরচ ক্রিকেটারদের থেকে নেবে পিসিবি
ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপ দিয়ে চলতি মাসেই ঘরোয়া ক্রিকেটে ফিরছে পাকিস্তান। আর ক্রিকেট ফেরানোর পূর্বপ্রস্তুতি হিসেবে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
বিশ্বের সব ক্রিকেট বোর্ড তাদের খরচায় ক্রিকেটারদের করোনা পরীক্ষা করায়। কিন্তু ভিন্ন চিত্র দেখা গেল পিসিবির ক্ষেত্রে। ক্রিকেটারদের করোনা পরীক্ষা তাদের নিজেদের অর্থায়নে করতে বলেছে পিসিবি। বিষয়টি ইতোমধ্যেই বেশ সমালোচনার জন্ম দিয়েছে।

তবে দুইবারের পরীক্ষার শুধুমাত্র প্রথমটার খরচ বহন করতে হবে খেলোয়াড় এবং ম্যাচ অফিসিয়ালদের। দ্বিতীয় পরিক্ষার খরচটি বহন করবে বোর্ড। দুটি পরীক্ষায় নেগেটিভ প্র???াণিত হলেই অংশগ্রহণ করা যাবে টুর্নামেন্টে।
সংবাদসংস্থা পিটিআই বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে জানায়, 'প্রাথমিক পরীক্ষাটি খেলোয়াড়, কর্মকর্তা এবং স্টেকহোল্ডারদের নিজেদের খরচে করাতে হবে।'
আগামী ৩০ সেপ্টেম্বর মাঠে গড়াবে জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশীপ। রাওয়ালপিন্ডি ও মুলতানে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। টুর্নামেন্টটিতে প্রায় ২৪০ জন খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়াল অংশ নেবেন বলে জানা গেছে।
করোনা নিয়ে পিসিবির সমালোচনার সন্মুখীন হওয়া নতুন কিছু নয়। এর আগে ইংল্যান্ড সফরের প্রাক্কালে করোনা পরীক্ষা নিয়ে জলঘোলা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক হাফিজেরই করোনা ফলাফল নিয়ে বেশ কথা শুনতে হয়েছিল বোর্ডকে।