জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আক্ষেপে পুড়বেন ইমরান নাজির

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ভারতের বিপক্ষে ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে রান আউটের দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি ইমরান নাজির। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এই আক্ষেপ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পাকিস্তানের এই হার্ডহিটার ব্যাটসম্যান।
২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে শিরোপা জেতে ভারত। সেবার পাকিস্তানের হয়ে ওপেনিংয়ে নেমেছিলেন নাজির। শুরুটাও দারুণ করেছিলেন তিনি। কিন্তু ১৪ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস খেলার পর রবিন উথাপ্পার একটি থ্রোতে রান আউটের শিকার হন তিনি।
নাজিরের বিদায়ের পর পাকিস্তান ব্যাটসম্যানদের আশা যাওয়ার মিছিল যেন বেড়ে যায়। ইনিংসের শেষ পর্যন্ত মিসবাহ উল হক প্রাণপণ চেষ্টা করলেও ম্যাচটি জেতাতে ব্যর্থ হন তিনি। সেকারণে ৩৮ বছর বয়সী নাজিরের দৃঢ় বিশ্বাস তিনি টিকে থাকলে হয়তো ইতিহাস ভিন্নভাবে লেখা হতো।

এক সাক্ষাৎকারে নাজির বলেছেন, 'ক্রিকেটের ক্ষেত্রে এটা আমার জীবনের সবচেয়ে বড় আক্ষেপ হয়ে থাকবে। আমার জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এটা আমাকে আঘাত করবে। আমাদের ইতিহাস রচনা করার সুযোগ ছিল। ব্যক্তিগত দিক থেকে বলতে পারি আমার একা হাতে পাকিস্তানের পক্ষে ম্যাচটি জেতা উচিত ছিল। ঠিক যেমনটা আমি আইসিএলে করেছি। কারণ আমার মাঝে আত্মবিশ্বাস ছিল।'
ভারতের বিপক্ষে সেই ম্যাচে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ রানের মাথায় মোহাম্মদ হাফিজের উইকেটটি হারায় পাকিস্তান। এরপর দ্বিতীয় উইকেটে কামরান আকমলকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামত করার চেষ্টা করেন ইমরান নাজির। ২৪ রানের জুটি গড়ে দলকে কিছুটা বিপদমুক্ত করেন তিনি। কিন্তু এত প্রচেষ্টার পরও দিন শেষে আক্ষেপই সঙ্গী হয়েছে তাঁর।
নাজির তাই বলেন, 'প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পা রাখা এবং এত দর্শকের মাঝে খেলা- এসব ব্যাপার সবসময় আপনার মনে থাকবে। আমি জানতাম যারাই সেদিন পারফর্ম করতে পারবে তারাই জিতবে। আমি ভালো একটি শুরু পেয়েছিলাম এবং জুটি গড়েছিলাম, কিন্তু শেষ পর্যন্ত কিছুই হলো না। আমরা ভালোভাবে শেষ করতে পারিনি।'
পাকিস্তানের হয়ে ৮টি টেস্ট, ৭৯টি ওয়ানডে এবং ২৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইমরান নাজির। টেস্টে ২টি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরিসহ ৩২.৮৪ গড়ে তাঁর সংগ্রহ ৪২৭ রান।
এছাড়া ২৪.৬১ গড়ে এক হাজার ৮৯৫ রান করেছেন তিনি। যেখানে তাঁর রয়েছে ২টি সেঞ্চুরি এবং ৯টি হাফ সেঞ্চুরি। আর ২১.৭৩ গড়ে ৫০০ রান সংগ্রহ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। এই ফরম্যাটে ৩টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর।