promotional_ad

পিসিবির বিরুদ্ধে পিএসএল ফ্র্যাঞ্চাইজিদের মামলা

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপে চার ম্যাচ বাকি থাকতেই স্থগিত হয়ে গিয়েছিল চলতি বছরের পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসরটি। করোনা বাঁধা পেরিয়ে মাঠে গড়াতে যাচ্ছে টুর্নামেন্টটির বাকি অংশ। আগামী নভেম্বরে মাঠে গড়াচ্ছে পিএসএলের বাকি আসর।


কিন্তু পঞ্চম পর্ব শেষ হবার আগেই ষষ্ঠ সংস্করণের আনুষ্ঠানিকতা শুরু করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৫ সেপ্টেম্বরের ভেতর ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক গ্যারান্টি জমা দিতে বলেছে বোর্ড।


promotional_ad

এই ঘটনার প্রেক্ষিতে পিসিএলের আর্থিক মডেলের বিরুদ্ধে লাহোরের হাইকোর্টে মামলা দায়ের করেছে টুর্নামেন্টের ফ্র্যাঞ্চাইজিরা। ফ্র্যাঞ্চাইজিদের দাবি পিসিবির প্রণোদিত আর্থিক মডেলের কারণে গেল পাঁচ আসরে আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা।


তার ওপর চলতি বছরের আসরটি থেকেও করোনার কারোনে লাভের মুখ দেখতে পারেননি তারা। আবার পিসিবি আগামী আসরের জন্য আর্থিক গ্যারান্টর অগ্রিম দিতে বলেছে। সব মিলিয়ে পিসিবির ওপর কিছুটা অসন্তোষ হয়েই মামলাটি দায়ের করেছে ফ্র্যাঞ্চাইজিরা।


পাকিস্তানের সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ফ্র্যাঞ্চাইজিরা চাচ্ছে লিগটিকে বড় ব্র্যান্ডে পরিণত করতে, কিন্তু বোর্ড এই বিষয়ে কোনো পদেক্ষেপ না নেয়ায় ফ্র্যাঞ্চাইজিরা বেশ হতাশ। তাই তারা আদালতের স্মরণাপন্ন হয়েছে এবং তারা আশাবাদী যে অদূর ভবিষ্যতে আদালতের মাধ্যমে একটি সঠিক সুরাহা হবে।


এদিকে করোনার প্রভাবে বাকি থাকা পঞ্চম আসরের পাঁচ ম্যাচের সময়সূচী ইতোমধ্যে প্রকাশ করেছে পিসিবি।


১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে মুলতান সুলতানস বনাম করাচি কিংসের মধ্যকার কোয়ালিফায়ার ম্যাচ। একই দিন প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি। এরপর ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর মুখোমুখি হবে কোয়ালিফায়ারের পরাজয়ী দল এবং প্রথম এলিমিনেটরের বিজয়ী দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball