promotional_ad

আমাকে পর্যাপ্ত সুযোগ দেয়া হয় না: ইমাদ ওয়াসিম

ছবি: সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হয়েছিলেন  পাকিস্তানের স্পিন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। ৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি এখন পর্যন্ত খেলেছেন ৫৩টি ওয়ানডে এবং ৪৬টি টি-টোয়েন্টি। 


ইমাদ পাকিস্তানের সীমিত ওভারের দলে নিয়মিত মুখ। ব্যাটিং অর্ডারে নিচে নামার কারণে দলে থেকে ভালো পারফর্ম করেও রান করার পর্যাপ্ত সুযোগ পাননা বলে দাবি করেন এই ক্রিকেটার। 


promotional_ad

সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই মন্তব্য করেন বাঁহাতি এই স্পিনার। সেই সঙ্গে তিনি জানান, রানের প্রতি প্রচণ্ড ক্ষুধা।


ইমাদ বলেন, 'আমি যতটা সুযোগ পাওয়া দরকার ততোটা পাই না। ওয়ানডে ক্রিকেটে আমার পারফরম্যান্স বেশ ভালো বলে আমি মনে করি। ওয়ানডে ক্রিকেটে আমার অবস্থান নিয়ে আমি সন্তুষ্ট। কিন্তু আমি নিজেকে আরও মেলে ধরতে চাই। আমি ব্যাট হাতে দেশের ক্রিকেটকে আরও বেশি কিছু দিতে চাই।'


'অলরাউন্ডার হিসাবে আমার আমার বিশ্ব ক্রিকেটে সুনাম রয়েছে, তবে টি-টোয়েন্টিতে আমি আর কোথাও এমন সুযোগ পাইনি। আমি ব্যাটিংয়ে কঠোর পরিশ্রম করছি। আমি আমার দেশের পক্ষে এবং ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে রান করতে সত্যিই ক্ষুধার্ত।'


এখন পর্যন্ত ৫৩ ওয়ানডেতে ৪১.৩৯ গড়ে ইমাদের সংগ্রহ ৯৫২ রান। আর ৪৬ টি-টোয়েন্টিতে ১৩.০০ গড়ে ২৭৩ রান করেছেন এই পাকিস্তানি অলরাউন্ডার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball