উপমহাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে মালিকের কীর্তি
ছবি: ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিকের বয়স ৩৮ ছুঁয়েছে। তবুও ব্যাট হাতে এখনো যথেষ্ট উজ্জ্বল তিনি। শনিবার নিজ দেশের ন্যাশনাল কাপ টি-টোয়েন্টিতে অনন্য এক কীর্তি গড়েছেন পাকিস্তানের এই অভিজ্ঞ ব্যাটসম্যান।
এশিয়ার প্রথম ও বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ছুঁয়ে ফেলেছেন ১০ হাজার রানের মাইলফলক। খাইবার পাখতুনের হয়ে বেলুচিস্তানের বিপক্ষে ৮ চার ও ২ ছক্কায় মাত্র ৪৪ বলে ৭৪ রানের ঝড়ো এই ইনিংস খেলেন মালিক। এই ইনিংসের ৪৭তম রান নেয়ার পথে দশ হাজার রানের ক্লাবে ঢুকেছেন তিনি।

২০০৫ সালে শিয়ালকোট স্টেলিয়নের পক্ষে টি-টোয়েন্টি অভিষেক ঘটে মালিকের। এখন পর্যন্ত ৩৯৫ ম্যাচ খেলে ৩৭.৪১ গড়ে ১০ হাজার ২৭ রান করেছেন তিনি। সেঞ্চুরির দেখা না পেলেও ৬২টি হাফ সেঞ্চুরি আছে তার। বল হাতেও দারুন সফল পাকিস্তানের এই অলরাউন্ডার। ৭.০৩ ইকোনমি রেটে তার উইকেট সংখ্যা ১৪৮টি।
মালিকের আগে কুড়ি ওভারের ক্রিকেটে ১০ হাজার রান করেছেন মাত্র দুইজন ব্যাটসম্যান। ৩৯৬ ইনিংস খেলে ১৩,২৯৬ রান নিয়ে সবার উপরে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। দ্বিতীয় অবস্থানে আছেন তারই স্বদেশী কায়রন পোলার্ড। তিনি ৪৬২ টি ইনিংস খেলে রান করেছেন ১০ হাজার ৩৭০ রান।
মালিকের পর এশিয়ান কোন দেশের ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে এই মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ৯ হাজার ১২৩ রান নিয়ে মালিকের পরই তার অবস্থান।
এদিকে দশ হাজার রানের মাইলফলকে ঢুকে ইতিহাস গড়ার ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি মালিকের দল পাখতুন। তার ৭৪ রানের ইনিংসে ভর করে ১৫৪ রানের সংগ্রহ দাঁড় করালেও আওয়াস জিয়ার ৪৯ বলে ৯২ রানের সুবাদে ২০ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় বেলুচিস্তান।