promotional_ad

জিম্বাবুয়ে সিরিজের পাকিস্তান দলে এক নতুন মুখ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি মাসেই পাকিস্তান সফরে যাচ্ছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এরই মধ্যে আসন্ন সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। 


এই স্কোয়াডে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন আবদুল্লাহ শফিক। তবে স্কোয়াডে জায়গা পাননি অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। পিসিবির তত্ত্বাবধানে আয়োজিত ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে দারুণ সময় পার করেছেন ডানহাতি ব্যাটসম্যান শফিক।


পুরো টুর্নামেন্টে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ১০ ম্যাচ খেলে ১৩৩ স্ট্রাইকরেটে ৩৫৮ রান করেছেন এই ২০ বছর বয়সী তরুণ। এই পারফরম্যান্সের পরেই মূলত নির্বাচকদের রাডারে চলে এসেছেন তিনি। 


promotional_ad

অপরদিকে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেও ব্যাট হাতে আহামরী কিছু করতে পারেননি অলরাউন্ডার শোয়েব মালিক। ফলে জায়গা হারাতে হয়েছে তাঁকে।


মালিকের পরিবর্তে স্কোয়াডে জায়গা পেয়েছেন ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক হওয়া খুশদিল শাহ। একই সঙ্গে স্কোয়াডে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান সরফরাজ আহমেদ এবং পেসার মোহাম্মদ আমিরেরও। মূলত তরুণ ক্রিকেটারদের সুযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন প্রধান নির্বাচক মিসবাহ উল হক।


জিম্বাবুয়ে-পাকিস্তানের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ৩০ অক্টোবর থেকে। সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ১ নভেম্বর। আর সিরিজের শেষ ওয়ানডে মাঠে গড়াবে আগামী ৩ নভেম্বর।


ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আয়োজিত হবে রাওয়ালপিন্ডিতে। এরপর ৭ নভেম্বর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৮ নভেম্বর। ১০ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে জিম্বাবুয়ের পাকিস্তান সফর। 


টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে লাহোরে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো মুলতানে আয়োজনের চেষ্টা চালিয়েছিল পিসিবি। যদিও প্রয়োজনীয় ব্যবস্থাপনা না থাকায় এখান থেকে সরিয়ে রাওয়ালপিন্ডিতে নিয়ে যাওয়া হয়েছে সিরিজটি।


পাকিস্তানের ২২ সদস্যের দল :


বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবিদ আলী, ফাহিম আশরাফ, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, সোহেল খান, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, খুশদিল শাহ, মোহাম্মাদ হাফিজ, মোহাম্মাদ হাসনাইন, মোহাম্মাদ রিজওয়ান, মুসা খান, রোহাইল নাজির, শাহিন শাহ আফ্রিদি, উসমান কাদির, ওয়াহাব রিয়াজ এবং জাফর গোহার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball